ভাগ (অধ্যায় ৬.১)
এসো নিজে করি
১৮টি চকলেট আছে । যদি ৬ জন শিশুকে এই চকলেটগুলো সমানভাবে দেওয়া হয়, তবে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে ?
গাণিতিক বাক্য লেখ ও হিসাব কর ।
১৮
মোট চকলেটের সংখ্যা
÷
৬
দলের সংখ্যা
=
৩
প্রত্যেক দলে চকলেটের সংখ্যা
২০টি কলা আছে । যদি ৫ জন শিশুকে সেগুলো সমানভাবে দেওয়া হয়, তবে প্রত্যেকে কয়টি করে কলা পাবে ?
গুণ ব্যবহার করে কীভাবে উত্তর পাওয়া যায় তা চিন্তা করি ও আলোচনা করি ।
১) যখন আমরা ৫ জন শিশুকে ১টি করে কলা দিই, তখন কলার মোট সংখ্যা হয়ঃ
৫ ⨯ ১ = ৫
২) যখন আমরা ৫ জন শিশুকে ২টি করে কলা দিই, তখন কলার মোট সংখ্যা হয়ঃ
৫ ⨯ ২ = ১০
৩) যখন আমরা ৫ জন শিশুকে ৩টি করে কলা দিই, তখন কলার মোট সংখ্যা হয়ঃ
5
⨯
3
=
15
৪) যখন আমরা ৫ জন শিশুকে ৪টি করে কলা দিই, তখন কলার মোট সংখ্যা হয়ঃ
5
⨯
4
=
20
২০ ÷ ৫ এর জন্য উত্তর পেতে আমরা ৫ এর গুণের নামতা ব্যবহার করতে পারি ।
২০ ÷ ৫ =
4
4
⨯ ৫ = ২০




