Your score

0

ভাগ (অধ্যায় ৬.১)

story telling অনুশীলনী

যদি ৪৮ টি কাগজ ৮ জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে ?

প্রত্যেক শিশু ৬ টি করে কাগজ পাবে।

বাবার ৬৩ টাকা আছে। তিনি এই টাকা তাঁর পরিবারের ৭ জনকে সমানভাবে দিতে চান। প্রত্যেকে কত টাকা করে পাবে ?

প্রত্যেকে ৯ টাকা করে পাবে।