Your score

0

দিন ও সপ্তাহ , বর্ষপঞ্জি (অধ্যায় ৯.৪)

story telling এসো নিজে করি

শূন্যস্থান পূরণ করি (উপর থেকে সঠিক বারগুলোকে টেনে নিয়ে বসাই)

  • কোন দিন রবিবারের পরের দিন ?

  • কোন দিন বৃহস্পতিবারের পরের দিন ?

  • কোন দিন বুধবারের আগের দিন ?

  • কোন দিন তোমার বিদ্যালয় বন্ধ থাকে ?


বাংলা বর্ষপঞ্জির ১২ মাসের নাম

(নিচের থেকে বর্ষপঞ্জির মাসগুলোকে খালি ঘরে টেনে নিয়ে বসাই)

  • আষাঢ় মাসের পরের মাস ?

  • ভাদ্র মাসের পরের মাস ?

  • পৌষ মাসের আগের মাস ?

  • জ্যৈষ্ঠ মাসের আগের মাস ?


খ্রিস্টীয় বর্ষপঞ্জির ১২ মাসের নাম

(নিচের থেকে বর্ষপঞ্জির মাসগুলোকে খালি ঘরে টেনে নিয়ে বসাই)

  • এপ্রিল এর পরের মাস ?

  • ডিসেম্বর এর পরের মাস ?

  • সেপ্টেম্বর এর আগের মাস ?