Your score

0

দিন ও সপ্তাহ , বর্ষপঞ্জি (অধ্যায় ৯.৪)

story telling অনুশীলনী

দুই দিন আগে, রেজা মামার বাড়ি গিয়েছিল। যদি আজ বুধবার হয়, তবে কী বারে সে মামার বাড়ি গিয়েছিল ?

রেজা সোমবার মামার বাড়ি গিয়েছিল।

মিনার বিদ্যালয়ে আজ থেকে ৬ দিন পর ক্রীড়া প্রতিযোগিতা হবে। যদি আজ সোমবার হয়, তবে কী বারে ক্রীড়া প্রতিযোগিতা হবে ?

রবিবার ক্রীড়া প্রতিযোগিতা হবে।

আলি ২ দিন আগে হাসপাতালে গিয়েছিল, কিন্তু তার পেটের ব্যথা শুরু হয়েছিল হাসপাতালে যাওয়ার ৩ দিন আগে। যদি শনিবার হয়, তবে কোন দিন তার পেটের ব্যথা শুরু হয়েছিল ?

সোমবার আলির পেটের ব্যথা শুরু হয়েছিল।