নিজে করি (অধ্যায় ৬.১)
অনুশীলনী
রেজা তার বাড়িতে ৬ বন্ধুকে দাওয়াত দেয়। তার ৮৫ টি বরই আছে। প্রত্যেক বন্ধু কয়টি করে বরই পাবে ? কোনো বরই অবশিষ্ট আছে কি ?
একটি পেনসিলের দাম ২০ টাকা এবং একটি খাতার দাম ২৫ টাকা। ৫ টি পেনসিল ও ৬ টি খাতা কিনতে কত টাকার প্রয়োজন হবে ?
একটি ৬০ মিটার লম্বা ফিতার ৫ ভাগের ৩ ভাগ রুমাকে দেওয়া হলো। রুমা ফিতাটির কত মিটার পেল ?
প্রতিটি আলমারিতে ৫৫ টি করে বই আছে। এরুপ ১২ টি আলমারিতে কতগুলো বই আছে ?
একটি শ্রেণিতে ৪৪ জন শিক্ষার্থী আছে। প্রতি বেঞ্চে ৪ জন করে শিক্ষার্থী বসলে কয়টি বেঞ্চের প্রয়োজন ?
একটি প্যাকেটে ৩২ টি লজেন্স আছে। এরুপ ৮ টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে ?
একটি বই ও ৩ টি কলমের মূল্য একত্রে ৭৫ টাকা। একটি কলমের মূল্য ২০ টাকা। একটি বই এর মূল্য কত ?
৮৩ টি আম ছিল। রেজা এর থেকে ৬ টি আম নিল এবং বাকি আম তার ৭ বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল। তার প্রত্যেক বন্ধু কয়টি করে আম পেল ?
রহিমের ওজন ২৫ কেজি। আকাশের ওজন রহিমের ওজন থেকে ৩ কেজি বেশি। আলির ওজন ৩৪ কেজি। আকাশ ও আলির ওজনের মধ্যে পার্থক্য কী?
একটি তাকে ৪২ টি বই রাখা যায়। এরুপ ২ টি তাকে বই ভর্তি আছে এবং এছাড়া আরও ৮ টি বই আছে। মোট কতগুলো বই আছে ?
একটি শ্রেণিতে ১০ টি বেঞ্চ আছে। ৬ টি বেঞ্চের প্রতিটিতে ৫ জন করে শিক্ষার্থী বসতে পারে। বাকি ৪ টি বেঞ্চের প্রতিটিতে ৪ জন করে শিক্ষার্থী বসতে পারে। ১০ টি বেঞ্চে মোট কতজন শিক্ষার্থী বসতে পারে ?
সুকুমার প্রতি মাসে ৯০ টাকা বৃত্তি পায়। তার ১২ মাসের বৃত্তি থেকে সে রিনাকে ৯৫ টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে ?
একটি ঝুড়িতে ৭৪ টি লিচু আছে। অন্য একটি ঝুড়িতে ৭০ টি লিচু আছে। দুইটি ঝুড়ির লিচু একত্র করে ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো । প্রত্যেকে কয়টি করে লিচু পেল ?
তাহমিনা ৫০ টি বেলুনের একটি প্যাকেট কিনল। এর থেকে ৮ টি বেলুন সে নিজের জন্য রাখল। অবশিষ্ট বেলুন ৬ জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল। তাহমিনার প্রত্যেক বন্ধু কয়টি করে বেলুন পেল ?
বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ৩০ জন শিক্ষার্থীর প্রত্যেকে ৮০ টাকা করে চাঁদা দিল। মোট টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়। প্রত্যেকে কত টাকা করে পান ?
মায়ের বর্তমান বয়স পুত্রের বয়সের ৩ গুণ। মায়ের বর্তমান বয়স ৪৫ বছর। পুত্রের বর্তমান বয়স কত ?
সুরমা প্রতি ডজন ৯০ টাকা দরে ৬ ডজন ডিম বিক্রি করে। সে যত টাকা পায় তা থেকে ৮৫ টাকা বাজারে খরচ করে। বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে ?
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৪ বছর পূর্বে পুত্রের বয়স ছিল ৬ বছর। পিতার বর্তমান বয়স কত ?




