ওজন (অধ্যায় ৯.২)
এসো নিজে করি
২. নিচের প্রশ্নগুলোর উত্তর দিই (খালি ঘরে সঠিক সংখ্যাটি লিখি)
(১) ৭ কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করি ।
৭০০০
গ্রাম
(২) ৪ কিলোগ্রাম ৮ গ্রামকে গ্রামে প্রকাশ করি ।
৪৮০০
গ্রাম
(৩) ৫ কিলোগ্রাম ৩৮৯ গ্রামকে গ্রামে প্রকাশ করি ।
৫৩৮৯
গ্রাম
(৪) ৯ কিলোগ্রাম ৯০৯ গ্রামকে গ্রামে প্রকাশ করি ।
৯৯০৯
গ্রাম
(৫) ৯০০০ গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করি ।
৯
কিলোগ্রাম
(৬) ২০০০ গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করি ।
২
কিলোগ্রাম
(৭) ১০০০০ গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করি ।
১০
কিলোগ্রাম
(৮)রহিমা বেগম কিছু পরিমাণ চাউল ওজন করেন । তিনি ১ কিলোগ্রামের ২ টি বাটখারা , ৫০০ গ্রামের ১ টি বাটখারা এবং ১০০ গ্রামের ২ টি বাটখারা ব্যবহার করেন । চাউলের ওজন কত ছিল ?
২ কিলোগ্রাম ৭০০ গ্রাম ।
(৯)এক ব্যাগ চিনির ওজন ১ কিলোগ্রাম ২৫০ গ্রাম । এটি মাপতে কমপক্ষে কী কী বাটখারা লাগবে ?
১ কিলোগ্রামের ১ টি বাটখারা , ২০০ গ্রামের ১ টি বাটখারা ও ৫০ গ্রামের ১ টি বাটখারা লাগবে ।




