আবোল-তাবোল

activities এসো নিজে করি

ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরী করি।

ঘনিয়ে এলো সাঙ্গ ঘ্যাঁচাং ঘ্যাঁচ ঠেকায় মনের মাঝে প্যাঁচ

ক) তুহিন লেখাপড়ায় এতো ভালো যে ওকে

কে?

খ) লোকটি

করে গাছের ডালটি কেটে ফেলল।

গ) বসে থাকতে থাকতে তাঁর ঘুম

ঘ)

দেওয়া কথা বোঝা যায় না

ঙ) তাড়াতাড়ি খেলাধুলা

কর, পড়তে বসতে হবে।

চ) পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার

আনন্দের ঢেউ বয়ে যায়

কর্ম-অনুশীলন

ছড়ার মতো করে দুইটি লাইন লিখি।

সঠিক উত্তরটি বলি ও টিক চিহ্ন দেই।

ক। বেশি কথা বলে যারা তাঁদের বলা হয়-

পটু

বাগ্মী

সঙ্গী

গান

খ। ‘ধাঁই ধপাধপ’ শব্দের সঙ্গে কোনটির মিল রয়েছে?

তবলা

বাঁশি

গিটার

হারমোনিয়াম

গ। এক কোপে কিছু কেটে ফেলার আওয়াজ কেমন?

প্যাঁচাং প্যাঁচ

ঘ্যাঁচাং ঘ্যাঁচ

রাম-খটাখট

সাঁই টপাটপ

ঘ। সুকুমার রায় কতো সালে জন্মগ্রহণ করেন?

১৮৮৮ খ্রিষ্টাব্দের ৩০শে অক্টোবর কলকাতায়

১৮৮৭ খ্রিষ্টাব্দের ৩০শে অক্টোবর কলকাতায়

১৮৮৭ খ্রিষ্টাব্দের ২০শে অক্টোবর কলকাতায়

১৮৮৮ খ্রিষ্টাব্দের ২০শে অক্টোবর কলকাতায়

ঙ। বিখ্যাত চলচ্চিত্রকার ও শিশুসাহিত্যিক সত্যজিৎ রায়ের পিতার নাম কী?

উপেন্দ্রকিশোর রায় চৌধুরী

সুকুমার রায়

ভূপতি রায় চৌধুরী

অবিনাশ রায় চৌধুরী

 চ। সুকুমার রায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

সন্দেশ

বেঙ্গল গেজেট

দিগদর্শন

বঙ্গদূত

 ছ। সুকুমার রায় কতো সালে মৃত্যুবরণ করেন?

১৯২৩ খ্রিষ্টাব্দের ৩০শে অক্টোবর

১৮৮৭ খ্রিষ্টাব্দের ৩০শে অক্টোবর

১৯২৩ খ্রিষ্টাব্দের ১০শে অক্টোবর

১৯২৩ খ্রিষ্টাব্দের ১০শে সেপ্টেম্বর

এককথায় প্রকাশ করি।

তবলার শব্দ

উত্তর দেখি

ধাঁই ধপাধপ

মনের খেয়ালে এলোমেলো

উত্তর দেখি

আবোল-তাবোল

খুব জোরেশোরে খটাখট শব্দ

উত্তর দেখি

রাম-খটাখট

যা সোজা – সরল নয়

উত্তর দেখি

প্যাঁচ

শেষ হয়েছে যা

উত্তর দেখি

সাঙ্গ