আবোল-তাবোল

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

ঠেকায় - বাধা দেয়; মানা করে; নিষেধ করে; বারণ করে।
তবলা - এক প্রকার বাদ্যযন্ত্র ।
ঘ্যাঁচাং ঘ্যাঁচ - এক কোপে কিছু কেটে ফেলার আওয়াজ।
প্যাঁচ - যা সোজা-সরল নয়; যা ঘোরানো; জড়ানো; প্যাচানো; মোড়ানো।
ঘুম - তন্দ্রা; নিদ্রা; সুপ্তি।
ঘনিয়ে এলো - ঘন হয়ে এলো; জড়ো হলো।
মনের মাঝে - মনের ভিতরে।
সাঙ্গ - শেষ; সমাপ্ত; সম্পূর্ণ; অবসান; নিষ্পত্তি।
রাম-খটাখট - খুব জোরেসোরে খটাখট শব্দ।
পালা - পর্ব।
ধপাধপ - তবলা বাজার তাল।
ধাঁই - হঠাৎ জোরে মারার শব্দ।

প্রদত্ত শব্দগুলো দিয়ে সমার্থক শব্দ লিখি।

গান - গীত, সংগীত।
কথা - বচন, বানী।
সাঙ্গ - শেষ, সমাপ্তি।
ঘুম - নিদ্রা, তন্দ্রা।
মন - অন্তর, হৃদয়।