আবোল-তাবোল

পড়ি ও লিখি

ছড়াটিতে যা বলা হয়েছে তা বর্ণনা করি। উদাহরণটি দেখি।

আমরা কথা বলি মনের ভাব বোঝানোর উদ্দেশ্যে। কিন্তু এই ছড়াটিতে একটি লোক মনের আনন্দে বকবক করেই চলেছে, ইচ্ছে হলে গানও গাইছে। যার মূলত কোন অর্থ নেই। ঘুম আসার আগ মুহুর্ত পর্যন্ত সে এমনটাই করে গেল। আসলে এটি একটি মজার ছড়া যা জোরে জোরে পড়লেই শুনতে মজা লাগে।

ছড়াটি মুখস্থ করি ও বলি।

বই না দেখে ছড়াটি ঠিকমতো লিখি।

নিচের বাক্যগুলোর ক্রিয়াপদের চলিতরূপ লিখি।

ক) গানের পালা সাঙ্গ হইল।

খ) কথা ছুটিলে কেউ থামাইতে পারিবে না।

গ) চোখে ঘুম ঘনাইয়া আসিল।

ঘ) মনের খেয়ালে বলিতে থাকা কথাই আবোল-তাবোল কথা।

ঙ) লোকটি মনের আনন্দে বকবক করিতেছে

নিচের শব্দগুলোর কোনটি কোন পদ তা লিখি।

গান - উত্তর দেখি

তবলা - উত্তর দেখি

কাটে - উত্তর দেখি

কে - উত্তর দেখি

ছুটল - উত্তর দেখি