বাওয়ালিদের গল্প

story telling বাক্য রচনা

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। বাক্য তৈরি করে লিখি।

জন্মভূমি

বাক্য দেখি

আমরা আমাদের জন্মভূমিকে অনেক ভালবাসি।

সমতলভূমি

বাক্য দেখি

ধান চাষের জন্য সমতলভূমি অত্যন্ত উপযোগী।

কৃষিকাজ

বাক্য দেখি

গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।

চাষাবাদ

বাক্য দেখি

আমাদের দেশের বেশিরভাগ লোক চাষাবাদ করে জীবন চালায়।

সংগ্রহ করা

বাক্য দেখি

সুন্দরবনের আশেপাশের গ্রামের মানুষের বন থেকে কাঠ ও মধু সংগ্রহ করা প্রধান কাজ।

পরিশ্রম

বাক্য দেখি

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।

হিংস্র

বাক্য দেখি

রাতের বেলা হিংস্র জন্তুরা আক্রমণ করতে পারে।

মাংসাশী

বাক্য দেখি

সুন্দরবনে অনেক মাংসাশী প্রাণী বাস করে তাঁর মধ্যে বাঘও রয়েছে।

সতর্ক

বাক্য দেখি

সতর্ক থাকলে বিপদের ভয় থাকে না।

লবণাক্ত

বাক্য দেখি

সুন্দরবনের মধ্যে দিয়ে লবণাক্ত পানির নদী ও ছোট খাল বয়ে চলেছে।

সুন্দরবন সম্পর্কে ৫টি বাক্য লিখি।

ছবির নিচে পেশার নাম লিখি এবং পেশাটি সম্পর্কে একটি করে বাক্য তৈরি করি। উদাহরণগুলো দেখি।


গাড়ি চালক

বাক্য দেখি

বাক্য


গাড়ি চালক

বাক্য দেখি

বাক্য


গাড়ি চালক

বাক্য দেখি

বাক্য


গাড়ি চালক

বাক্য দেখি

বাক্য


গাড়ি চালক

বাক্য দেখি

বাক্য