বাওয়ালিদের গল্প

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

জন্মভূমি - যে ভূমি বা দেশে একজন জন্মায় সে দেশ তাঁর জন্মভূমি, মাতৃভূমি।
সমতলভূমি - মাটি যেখানে এবড়োথেবড়ো নয়, সমান ভূমি, উঁচু কিংবা নিচু নয় এমন স্থান।
কৃষিকাজ - চাষাবাদ, চাষের কাজ, চাষবাস, আবাদ, উৎপাদন।
চাষাবাদ - কৃষিকাজ, চাষের কাজ, চাষবাস, আবাদ, উৎপাদন।
সংগ্রহ করা - জোগাড় করা, সঞ্চয় করা, নানা স্থান থেকে আহরণ করা।
পরিশ্রম - খাটাখাটুনির কাজ, কষ্ট, খাটুনি, মেহনত।
হিংস্র - কারো ওপরে ঝাঁপিয়ে পরার মতো রাগ যার রয়েছে, নিষ্ঠুর প্রকৃতির, ভীষণ প্রকৃতির, নৃশংস, ঘাতক।
মাংসাশী - মাংস যে আহার করে, মাংসই যার প্রধান খাদ্য, যার মাংস খাওয়ার অভ্যাস আছে।
সতর্ক - সাবধান।
লবণাক্ত - লবণ মেশানো।
আহরণ - জোগাড়।
নিষিদ্ধ - অন্যায়; নিবারিত।
অপচয় - অপব্যয়।
আক্রমণ - হামলা।
মৌয়াল - যিনি মধু সংগ্রহ করেন।

প্রদত্ত শব্দগুলোর সমার্থক শব্দ লিখি।

সমুদ্র - দরিয়া; সাগর; অর্ণব।
সূর্য - রবি; তপন; দিবাকর।
সংগ্রহ - জোগাড়; আহরণ; ব্যবস্থা।
উপার্জন - আয়; রোজকার; কামাই।
মাটি - মৃত্তিকা; মেদিনী; ভূমি।