- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - বাংলাদেশের প্রকৃতি
- পাঠ ২ - পালকির গান
- পাঠ ৩ - বড় রাজা ছোট রাজা
- পাঠ ৪ - বাংলার খোকা
- পাঠ ৫ - মুক্তির ছড়া
- পাঠ ৬ - আজকে আমার ছুটি চাই
- পাঠ ৭ - বীরশ্রেষ্ঠর বীরগাথা
- পাঠ ৮ - মহীয়সী রোকেয়া
- পাঠ ৯ - নেমন্তন্ন
- পাঠ ১০ - মোবাইল ফোন
- পাঠ ১১ - আবোল-তাবোল
- পাঠ ১২ - পুষ্টিকর খাবার
- পাঠ ১৩ - মোদের বাংলা ভাষা
- পাঠ ১৪ - বাওয়ালিদের গল্প
- পাঠ ১৫ - পাখির জগৎ
- পাঠ ১৬ - কাজলা দিদি
- পাঠ ১৭ - বাবুর্চি আবদূর রহমান
- পাঠ ১৮ - মা
- পাঠ ১৯ - ঘুরে আসি সোনারগাঁও
- পাঠ ২০ - বীরপুরুষ
- পাঠ ২১ - ময়নামতির শালবন বিহার
- পাঠ ২২ - লিপির গল্প
- পাঠ ২৩ - খলিফা হযরত উমর (রা)
- Home
- Elements
বাংলাদেশের প্রকৃতি
এসো নিজে করি
- ডান দিক থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই
- ডান দিক থেকে শব্দ বেছে বাম দিকের সাথে মিলাই
- ছকের খালি ঘরে ঋতুর নাম লিখি
- বিশেষ্য ও বিশেষণ পদ সম্পর্কে জেনে নিই
নিচের ছকের খালি ঘরে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি।
|
বৈশিষ্ট্য |
ঋতুর নাম |
|
আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়। |
|
|
নদীর পাড় সাদা কাশফুলে ভরে যায়। |
|
|
রৌদ্রের অসহ্য তাপ। |
|
|
এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি। |
|
|
এ সময়ে কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে। |
|
|
গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা। |
নিচের বাক্যটি পড়ি এবং বিশেষ্য ও বিশেষণ পদ সম্পর্কে জেনে নিই।
কোকিলের ডাক মিষ্টি।
ব্যক্তি, বস্তু, সময় বা স্থানের নাম হলেই তা বিশেষ্য। উপরের বাক্যটিতে কোকিল হলো বিশেষ্য পদ। কিন্তু কোকিলের ডাক কেমন? মিষ্টি। এটি বিশেষণ পদ। যে শব্দ বিশেষ্য পদের কোনো গুণ বা চরিত্র প্রকাশ করে, সেটিই বিশেষণ। এখানে বিশেষণ পদ হচ্ছে মিষ্টি।
|
বিশেষ্য |
বিশেষণ |
|
কোকিল |
মিষ্টি। |
এবার নিচের বাক্যগুলো পড়ি। বিশেষ্য পদগুলোকে গোল চিহ্ন দিয়ে ও বিশেষণ পদগুলোর নিচে দাগ চিহ্ন দিয়ে চিহ্নিত করি।
হাড়
কাঁপানোশীত।
আকাশ
হয়ে ওঠে ঘননীল।
সুন্দর
বাতাস বয়।গ্রীষ্মে
মিষ্টিফল পাওয়া যায়।কোকিলের
ডাকমিষ্টি
পায়েস
খেতেমধুর
মতো।ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই।
ক) আমাদের দেশ
দেশ।
খ) গ্রীষ্মকে বলা হয়
।
গ) বর্ষায় ফোটে
নানা ফুল।
ঘ) হেমন্ত
ঋতু।
ঙ) শীতকালে
হাওয়া বয়।
চ) কদম ফুটে
কালে।
ছ) মধুমাস বলা হয়
মাসকে।
জ) উত্তুরে হাওয়া বয়
কালে।
ঝ) আকাশে সাদা মেঘ উড়ে
কালে।
সোনালি ধানের
উত্তুরে
ষড়ঋতুর
কদম, কেয়া ও আরও
মধুমাস
গ্রীষ্ম
বর্ষা
শরৎ
শীত
ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকে শব্দের সঙ্গে মিলাই।










