আমি গ্রামে জন্মগ্রহণ করেছি। আমাদের বাড়িটি নদীর কাছে। নানা রকম গাছপালা ঘিরে রেখেছে আমাদের ছোট্ট বাড়িটিকে। এসব গাছের মধ্যে ফুল ও ফলের গাছই বেশি। গ্রীষ্মকালে জারুল, বর্ষায় কদম, শরতে শিউলি আর শীতকালে গাঁদা ফুল ফোঁটে। এবার কখনো কাশফুলে সাদা হয়ে ওঠে নদীর তীর। হেমন্তে পাকা ফসলের হাসিতে আমি অভিভূত হই। বসন্তে কোকিল আর সারা বছর নানা রকম পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে।