বাংলাদেশের প্রকৃতি

প্রশ্ন উত্তর

মুখে মুখে উত্তর বলি

১। বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে-যায়?

বাংলাদেশে বছরে ছয়টি ঋতু আসে-যায়।

২। বছরের বারো মাসের নাম বলি এবং লিখি।

বছরের বারো মাসের নাম হলো - বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র।

৩। কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয়? বলি এবং লিখি।

বাংলাদেশে দুইটি মাস নিয়ে একেকটি ঋতু হয়। ঋতুগুলো হলো -
বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাসে গ্রীষ্মকাল
আষাঢ় ও শ্রাবণ এই দুই মাসে বর্ষাকাল
ভাদ্র ও আশ্বিন এই দুই মাসে শরৎকাল
কার্তিক ও অগ্রহায়ণ এই দুই মাসে হেমন্তকাল
পৌষ ও মাঘ এই দুই মাসে শীতকাল
ফাল্গুন ও চৈত্র এই দুই মাসে বসন্তকাল।

৪। আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি।

আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা নিচে দেয়া হল-

বর্ষাকাল

শীতকাল

১। বর্ষার আকাশ কালো মেঘে ঢাকা থাকে।

১। শীতের আকাশ মেঘমুক্ত

২। বর্ষায় প্রচুর বৃষ্টি হয়।

২। শীতে কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে।

৩। বৃষ্টির পানিতে নদীতে ঢল নামে।

৩। শীতকালে নদী-নালার পানি কমে আসে।

৪। কখন কখন সারাদিন ধরে ইলিশেগুঁড়ি বা মুষলধারে বৃষ্টি হয়।

৪। সকালবেলা চারদিকে কুয়াশায় ঢেকে থাকে।

৫। অতিরিক্ত বর্ষায় বন্যা হয়।

৫। মাঝে মাঝে হাড়কাঁপানো শীত পড়ে।

৫। কোন ঋতু আমার বেশি পছন্দ? পছন্দের কারণ কী? লিখে জানাই।

আমার প্রিয় ঋতুর নাম বসন্তকাল। কারণ এ ঋতুতে প্রাকৃতিক সৌন্দর্য বড়ই চমৎকার হয়ে ওঠে। নতুন পাতায় সুশোভিত হয় পরিবেশ ও নানা রঙের ফুলে ভরে যায় গাছ। বসন্তের ফুরফুরে দখিনা হাওয়ায় মন ভরে যায়। কোকিলের মিষ্টি ডাকে দিক-দিগন্ত মুখরিত হয়ে ওঠে চারপাশ। রক্তবর্ণের শিমুল, পলাশ ও কৃষ্ণচূড়া এ সময়েই ফোটে। তাই বসন্ত ঋতু আমার খুব পছন্দের।