বাংলাদেশের প্রকৃতি

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

ইলশেগুঁড়ি - হালকা ঝিরঝিরে বৃষ্টি।
মুষলধারে - খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে।
পেঁজাতুলো - তুলো ধুনার পর প্যাঁচানো যে আঁশ।
ষড়ঋতু - ছয়টি ঋতু।
বর্ষাকাল - বৃষ্টির সময়।
অসহ্য - যা সহ্য করা বা সওয়া যায় না।
গ্রীষ্ম - গরমকাল, বাংলা ছয়টি ঋতুর প্রথম ঋতু।
তাপ - উষ্ণতা।
পাড় - কিনারা।
বিচিত্র - নানা বর্ণ বিশিষ্ট, বিস্ময়কর।
প্রচন্ড - তীব্র, ভীষণ
ঋতু - বছরের একটি খণ্ডবিশেষ (প্রাকৃতিক অবস্হা অনুযায়ী বছরের বিভাগ, যথা গ্রীষ্ম বর্ষা শীত ইত্যাদি)
মধুমাস - জ্যৈষ্ঠ মাস
কদম - বর্ষাকালের একটি ফুল
উত্তুরে - উত্তর দিক থেকে আসা বাতাস
নবান্ন - নতুন অন্ন ( নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষ্যে আয়োজিত উৎসব। সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়।)