খলিফা হযরত উমর (রা)

activities এসো নিজে করি

ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই।

ক) হযরত উমর (রা) ছিলেন

খ) একদিন তিনি এক

সঙ্গী নিয়ে

যাচ্ছিলেন।

গ) হযরত উমর (রা) পবিত্র

নগরীতে

বংশে জন্মগ্রহণ করেন।

ঘ) তাঁর মাতার নাম

ও পিতার নাম

ঙ) তিনি মানুষের দুঃখকষ্টে ছিলেন

মতো কোমল।

মক্কা

কুরাইশ

হানতামাহ্‌

খাত্তাব

ইসলামের দ্বিতীয় খলিফা

ক্রীতদাস

জেরুযালেম

ফুলের

বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিলিয়ে পড়ি ও লিখি।

শিক্ষা

নির্জনে

শত্রু

বাণিজ্য

সুনাম

মিত্র

ব্যবসা

বদনাম

প্রকাশ্যে

মহৎ কাজ

ব্যাকুল

হতবাক

কঠোর

আগ্রহী

বিস্মিত

শক্ত

সালাত

নরম

কোমল

নামাজ

সঠিক উত্তরটি বলি ও টিক চিহ্ন দেই।

ক। খলিফা উমর (রা) এর বিচার ব্যবস্থা কেমন ছিল?

একমুখী

সরল

কোমল

নিখুঁত

খ। কার চোখে উঁচু-নিচু, ধনী-গরিব কোনো ভেদাভেদ ছিল না?

খলিফা উসমান (রা)

খলিফা উমর (রা)

খলিফা আবু বকর (রা)

খলিফা আলী (রা)

গ। ক্রীতদাসকে সাথে নিয়ে হযরত উমর (রা) কোথায় যাচ্ছিলেন?

জেরুজালেম

জেদ্দা

মক্কা

মদিনায়

ঘ। খলিফা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে কাদের পরামর্শ গ্রহণ করতেন?

ছেলেদের

আত্মীয়দের

সাহাবিদের

বড়দের

ঙ। উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেল কেন?

খলিফার সরলতায়

খলিফার মহানুভবতায়

খলিফার সৌহার্দ্যতায়

খলিফার বোকামিতে

চ। মানুষের দুঃখ-কষ্টে কে সমব্যথী ছিলেন?

মুয়াবিয়া

সাইদ

হযরত আলি

হযরত উমর (রা)

ছ। হযরত উমর (রা) কখন মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন?

সকালে

দুপুরে

সন্ধ্যায়

গভীর রাতে

জ। কোন খলিফা আটার বস্তা কাঁধে নিয়ে প্রজাদের তাঁবুতে যেতেন?

হযরত আবু বকর (রা)

হযরত উমর (রা)

হযরত উসমান

হযরত আলি (রা)

ঝ। উমর (রা)-এর সহধর্মিণীর নাম কী?

হযরত আয়েশা (রা)

হযরত ফাতেমা (রা)

উম্মে কুলসুম

উম্মে জামিলা (রা)

ঞ। কোন সম্রাট উমর (রা) কে চিঠি লিখেছিলেন?

পারস্য সম্রাট

রোম সম্রাট

তুর্কি সম্রাট

আবিসিনীয় সম্রাট

এককথায় প্রকাশ করি।

জনগণের প্রতি দরদ আছে যার

উত্তর দেখি

জনদরদী

মহৎ কাজ করেন যিনি

উত্তর দেখি

মহান

ক্ষুধায় কাতর যিনি

উত্তর দেখি

ক্ষুধার্ত

সত্য ও মিথ্যার প্রভেদকারী

উত্তর দেখি

ফারুক

কুস্তি খেলোয়াড়

উত্তর দেখি

কুস্তিগির