খলিফা হযরত উমর (রা)

story telling বাক্য রচনা

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। বাক্য তৈরি করে লিখি।

কুস্তিগির

বাক্য দেখি

খলিফা হযরত উমর (রা) ছিলেন নামকরা কুস্তিগির।

কোষমুক্ত

বাক্য দেখি

রাগের মাথায় সে তরবারি কোষমুক্ত করে ফেলল।

যোদ্ধা

বাক্য দেখি

মহাবীর রুস্তম একজন সাহসী যোদ্ধা ছিলেন।

সুবক্তা

বাক্য দেখি

বিতর্ক প্রতিযোগিতায় সে সুবক্তা হিসেবে সুনাম পেল।

বিস্মিত

বাক্য দেখি

ছেলেটির ব্যবহারে সকলে বিস্মিত।

সালাত

বাক্য দেখি

পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ।

ব্যকুল

বাক্য দেখি

ছোট্ট শিশুটি মাকে দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে গেল।

ফারুক

বাক্য দেখি

মুহাম্মদ (স) হযরত উমর (রা) কে ‘ফারুক’ উপাধি দেন।

স্বীয়

বাক্য দেখি

লোকটি তাঁর স্বীয় কাজকর্মে অনুতপ্ত বোধ করছে।

সংমিশ্রণ

বাক্য দেখি

সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ করা ঠিক নয়।

পুষ্প

বাক্য দেখি

ধন-ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা।

দিরহাম

বাক্য দেখি

হযরত উমর (রা) কোষাগার থেকে মাত্র দুই দিরহাম গ্রহণ করতেন।

বায়তুলমাল

বাক্য দেখি

বায়তুলমাল থেকে প্রাপ্ত কাপড় দিয়ে উমর (রা) কাপড় বানাতেন।

জবাবদিহি

বাক্য দেখি

গতকাল স্কুলে না যাওয়ার জন্য অবশ্যই তোমাকে জবাবদিহি করতে হবে।

পত্র

বাক্য দেখি

আগের দিনে মানুষ পত্র আদান-প্রদানের মাধ্যমে যোগাযোগ রক্ষা করতেন।

বাক্য গঠন করি।

খলিফা

বাক্য দেখি

খলিফা হয়েও উমর(রা) সাধারণ জীবনযাপন করতেন।

চরিত্র

বাক্য দেখি

চরিত্রবান লোক সে যতই গরীব হোক মানুষ তাঁকে শ্রদ্ধা করে।

তরবারি

বাক্য দেখি

মহানবি (স) কে হত্যা করার জন্য তিনি কোষমুক্ত তরবারি হাতে বেরিয়ে পড়েন।

নিখুঁত

বাক্য দেখি

তিনি সুনিপুণ হাতে নিখুঁত ভাবে কারুকার্য করছেন।

শান্তি

বাক্য দেখি

আল্লাহ পরম শান্তিদাতা।

কোমল

বাক্য দেখি

অসহায়দের জন্য কোমল এবং অত্যাচারীদের জন্য কঠোর মনের অধিকারী হওয়া উচিত।

কঠোর

বাক্য দেখি

অন্যায় কাজকে সে কঠোর হাতে দমন করতেন।

দরদি

বাক্য দেখি

যার হাতে ক্ষমতা থাকে তাঁকে জনদরদি হতে হয়।

আদর্শ

বাক্য দেখি

হযরত মুহম্মদ (স) আমাদের আদর্শ।

কোষাগার

বাক্য দেখি

সরকারি কোষাগারে রাজস্ব জমা হয়।