- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - বাংলাদেশের প্রকৃতি
- পাঠ ২ - পালকির গান
- পাঠ ৩ - বড় রাজা ছোট রাজা
- পাঠ ৪ - বাংলার খোকা
- পাঠ ৫ - মুক্তির ছড়া
- পাঠ ৬ - আজকে আমার ছুটি চাই
- পাঠ ৭ - বীরশ্রেষ্ঠর বীরগাথা
- পাঠ ৮ - মহীয়সী রোকেয়া
- পাঠ ৯ - নেমন্তন্ন
- পাঠ ১০ - মোবাইল ফোন
- পাঠ ১১ - আবোল-তাবোল
- পাঠ ১২ - পুষ্টিকর খাবার
- পাঠ ১৩ - মোদের বাংলা ভাষা
- পাঠ ১৪ - বাওয়ালিদের গল্প
- পাঠ ১৫ - পাখির জগৎ
- পাঠ ১৬ - কাজলা দিদি
- পাঠ ১৭ - বাবুর্চি আবদূর রহমান
- পাঠ ১৮ - মা
- পাঠ ১৯ - ঘুরে আসি সোনারগাঁও
- পাঠ ২০ - বীরপুরুষ
- পাঠ ২১ - ময়নামতির শালবন বিহার
- পাঠ ২২ - লিপির গল্প
- পাঠ ২৩ - খলিফা হযরত উমর (রা)
- Home
- Elements
খলিফা হযরত উমর (রা)
পড়ি ও লিখি
হযরত উমর (রা) সম্পর্কে ৫টি বাক্য লিখি ও পড়ি।
১। হযরত উমর (রা) ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা।
২। তাঁর উপাধি ছিল ‘ফারুক’ অর্থাৎ সত্য ও মিথ্যার প্রভেদকারী।
৩। দেশের দুঃখী মানুষের কষ্টে তিনি ব্যথিত হতেন এবং তাঁদের সাহায্য করতেন।
৪। খলিফা হওয়া সত্ত্বেও তিনি খুব সাধারণ জীবন-যাপন করতেন।
৫। তাঁর জীবনবিধান আমাদের জন্য অনুকরণীয় আদর্শ।
প্রদত্ত বাক্যের ক্রিয়াপদগুলোর চলিতরূপ লিখি।
তিনি রোজ সকালে বেড়াইতেন।
তিনি রোজ সকালে বেড়াতেন।
বাবা বাড়িতে পৌছাইলেন।
বাবা বাড়িতে পৌঁছালেন।
আমার ট্রেনে চড়িবার খুব শখ।
আমার ট্রেনে চড়ার খুব শখ।
আমি ফাহিমকে বইটি দিয়াছি।
আমি ফাহিমকে বইটি দিয়েছি।
আমি কাজটি পারিতাম।
আমি কাজটি পারতাম।
ভৃত্যদের প্রতি খলিফা হযরত উমর (রা) এর দরদি আচরণের একটি কাহিনী বর্ণনা করো।








