পালকির গান

পড়ি ও লিখি

জেনে নিই।

পালকির বেহারার পালকি কাঁধে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যান। চলার পথে পা মেলাতে তারা তালে তালে গান গাইছেন। এই গানের কথায় গ্রামবাংলার চলমান জীবনের ছবি ফুটে উঠেছে।

নিচের শব্দগুলো দেখি। এ ধরনের আরও কয়েকটি শব্দ লিখি।

ক। শনশন

খ। হনহন

গ। পিলপিল

ঘ। কনকন

ঙ। ঝনঝন

চ। খিকখিক

বই দেখে ছন্দের তালে তালে কবিতাটি বারবার পড়ি।

কবিতাটি না দেখে আবৃত্তি করি।

'পালকির গান' কবিতার অনুকরণে আমি একটি ছড়া বা কবিতা লেখার চেষ্টা করি।

আমার জানা এরকম অন্য একটি কবিতা আবৃত্তি করি।