পালকির গান

প্রশ্ন উত্তর

মুখে মুখে উত্তর বলি

১। দুপুরের রোদে পালকির বেহারাদের কী অবস্থা হয়েছে?

দুপুরের রোদে পালকির বেহারাদের অবস্থা খুব খারাপ কারণ প্রচণ্ড গরমে এবং পরিশ্রমে তাদের ক্লান্ত দেহ কাঁপছে এবং তাদের দেখে মনে হয় তারা এখনই পড়ে যাবে।

২। পাটায় বসে ময়রা কী করছেন?

পাটায় বসে ময়রা চোখ বুজে ঘুমে ঢুলছে।

৩। হাটুরে কোথায় যাচ্ছেন?

হাটুরে তার হাটের কাজ শেষে দুপুরের প্রচণ্ড রোদে রুক্ষ ও ক্লান্ত বেশে বাড়ি ফিরে যাচ্ছেন।

৪। কুকুরগুলো ধুঁকছে কেন?

দুপুরের প্রচণ্ড রোদে কুকুরগুলো ক্লান্ত হয়ে ধুঁকছে।

৫। বেহারারা পালকিতে কী নিয়ে যাচ্ছেন?

পালকির বেহারারা কাঁধে পালকি নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক লোকালয় থেকে আরেক লোকালয়ে বউ ঝিয়েদের বহন করে নিয়ে যাচ্ছেন।