পালকির গান

কবি ও লেখক পরিচিতি

সত্যেন্দ্রনাথ দত্ত


জন্ম: সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম ১৮৮২ খ্রিষ্টাব্দের ১১ই ফেব্রুয়ারি কলকাতার কাছে নিমতা গ্রামে।

সত্যেন্দ্রনাথ দত্ত একজন বাঙালি কবি ও ছড়াকার। তাঁর কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাঁকে 'ছন্দের যাদুকর' বলা হয়।

'পালকির গান' কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের 'কুহু ও কেকা' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য রচনাবলি: তাঁর বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে 'কুহু ও কেকা', 'অভ্র আবীর', 'হসন্তিকা' উল্লেখযোগ্য। বিদেশি ভাষার কবিতা অনুবাদেও তিনি সফল ছিলেন। আরবি, জাপানি, ইংরেজি, ফরাসি সহ আরও অনেক ভাষার কবিতা অনুবাদ করে তিনি বাংলা সাহিত্যের সাথে বিশ্বসাহিত্যের যোগাযোগ ঘটান।

মৃত্যু: মাত্র চল্লিশ বছর বয়সে ১৯২২ সালের ২৫এ ফেব্রুয়ারি কবি সত্যেন্দ্রনাথ দত্ত মৃত্যুবরণ করেন।