পালকির গান

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

গগন - আকাশ।
আদুল - খালি গায়ে বা জামাকাপড় ছাড়া।
পাটা - তক্তা, ফলক।
ভনভনিয়ে - ভনভন শব্দ করে।
কষে - জোরে।
হাটুরে - জিনিসপত্র বেচাকেনার জন্য যে হাটে যায়।
ধুঁকছে - হাঁপাচ্ছে।
অঙ্গ - দেহ।
স্তব্ধ - নিস্পন্দ, নিশ্চল।
ধায় - ছোট।
শুষছে - তরল পদার্থ টেনে নেওয়া।
চাঁছি - জ্বাল-দেওয়া দুধের যে গাঢ় অংশ পাত্র থেকে চেঁচে তোলা হয়।
চক্ষু - চোখ
গঙ্গা - গঙ্গা ও যমুনা নদী, ভাগীরথী নদী।
গজন - আকাশ
ময়রা - মিষ্টান্ন বিক্রেতা ও প্রস্তুতকারক।