বীরশ্রেষ্ঠর বীরগাথা

story telling বাক্য রচনা

নশব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। বাক্য তৈরি করে লিখি।

বীরশ্রেষ্ঠ

বাক্য দেখি

বীরশ্রেষ্ঠরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অকাতরে শহীদ হয়েছিলেন।

বাঙ্কার

বাক্য দেখি

মুক্তিযোদ্ধারা যুদ্ধের কৌশল হিসেবে বিভিন্ন যায়গায় বাঙ্কার বসিয়েছিলেন।

বীরগাথা

বাক্য দেখি

বীরশ্রেষ্ঠদের বীরগাথা আমাদের সকলের জানা উচিৎ।

ধূলিস্মাৎ

বাক্য দেখি

মুক্তিযোদ্ধাদের মরণপণ ও দুঃসাহসী লড়াই শত্রুবাহিনীর পরিকল্পনা ধূলিস্মাৎ করে দিয়েছিলো।

রণক্ষেত্র

বাক্য দেখি

১৯৭১ সালে বীর বাঙ্গালী যার যা আছে তাই নিয়ে রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে।

মুক্তিবাহিনী

বাক্য দেখি

বাংলাদেশকে শত্রু মুক্ত করতে হবে এই ছিল মুক্তিবাহিনীর পণ।

নিয়ন্ত্রণ

বাক্য দেখি

গেরিলা বাহিনীর মূর্হুমূর্হু আক্রমনে পাকবাহিনী এদেশের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

অতিক্রম

বাক্য দেখি

বীরযোদ্ধারা গ্রামের পর গ্রাম অতিক্রম করে এগিয়ে চলল।

বিধ্বস্ত হওয়া

বাক্য দেখি

বিধ্বস্ত হওয়া সেতু ডিঙ্গিয়ে শত্রুবাহিনী গ্রামে প্রবেশ করতে পারলো না।

দুঃসাহসিক

বাক্য দেখি

মুক্তিযোদ্ধাদের বহু দুঃসাহসিক অভিযানের ফলে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।

বিস্ফোরণ

বাক্য দেখি

প্রচন্ড বিস্ফোরনে কেঁপে উঠলো পুরো শহর।

মেশিনগান

বাক্য দেখি

মেশিনগান চালাতে চালাতে মুক্তিযোদ্ধারা সম্মুখে এগিয়ে চললেন।

অকুতোভয়

বাক্য দেখি

পাকবাহিনী মোকাবেলায় বীরবাংগালীরা ছিল অকুতোভয়।