বীরশ্রেষ্ঠর বীরগাথা

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

বীরশ্রেষ্ঠ - মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য যারা সর্বশ্রেষ্ঠ।
বাঙ্কার - যুদ্ধের জন্য তৈরি করা মাটির গর্ত। যুদ্ধের সময় সৈনিকেরা এখানে আশ্রয় নিয়ে তাঁদের এলাকা পাহারা দেন ও যুদ্ধ করেন।
বীরগাথা - বীরের গল্প।
ধূলিস্মাৎ - চূর্ন- বিচূর্ন হয়ে মাটির সাথে মিশে যাওয়া।
রণক্ষেত্র - যুদ্ধের স্থান।
মুক্তিবাহিনী - বাংলাদেশের মুক্তি ও স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন তাঁদের বাহিনী।
নিয়ন্ত্রণ - নিজের আয়ত্বে আনা।
অতিক্রম - কোনো কিছু পার হওয়া বা ছাড়িয়ে যাওয়া।
বিধ্বস্ত হওয়া - ভেঙেচুরে যাওয়া, ধ্বংস হওয়া।
দুঃসাহসিক - অত্যন্ত সাহসের কাজ।
বিস্ফোরণ - চূর্ন-বিচূর্ন হয়ে ফেটে পড়া।
মেশিনগান - যুদ্ধে ব্যবহৃত বন্দুকের মতো অস্ত্র।
অকুতোভয় - ভয় নেই যার।
ক্রলিং - হামাগুড়ি দেয়া।
রঞ্জিত - রংযুক্ত; যাকে রঙ করা হয়েছে; রঞ্জন করা হয়েছে এমন।
সংগ্রাম - যুদ্ধ; লড়াই; আন্দোলন।
নিশ্চিহ্ন - বিলুপ্ত; যাতে চিহ্নমাত্র নেই।
ক্যাপ্টেন - অধিনায়ক; নেতা; পরিচালক; সেনাপতি
আহত - আঘাতপ্রাপ্ত; যে আঘাত পেয়েছে; ধ্বনিত; দুঃখিত
যুদ্ধবিমান - লড়াই,সংগ্রাম বা রণ ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে যে বিমান।