বীরশ্রেষ্ঠর বীরগাথা

পড়ি ও লিখি

তারিখবাচক শব্দ লিখি।

লেখাটিতে আছে '১৯৫৩ সালের ২রা ফেব্রুয়ারি' - এখানে ব্যবহৃত '২রা' শব্দটি হলো তারিখবাচক শব্দ। এরককম ১০ পর্যন্ত বলতে ও লিখতে হয় এভাবে:

১লা

(পহেলা)

৬ই

(ছয়ই)

২রা

(দোসরা)

৭ই

(সাতই)

৩রা

(তেসরা)

৮ই

(আটই)

৪ঠা

(চৌঠা)

৯ই

(নয়ই)

৫ই

(পাঁচই)

১০ই

(দশই)

বড়দের কাছ থেকে মুক্তিযুদ্ধের ঘটনা জানার চেষ্টা করি ও তা শুনে এসে বন্ধুদের বলি।

নিচের ছবিটি অবলম্বনে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার ভাবনা লিখে জানাই। উদাহরণটি দেখি।

ছবিটিতে মোট পাঁচ জন মানুষ দেখা যাচ্ছে। তাঁদের মধ্যে যুবক, কিশোর ও শিশু মুক্তিযোদ্ধা রয়েছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল পেশার সকল বয়সের মানুষ যোগ দিচ্ছেন এই মুক্তিযুদ্ধে। আর যুদ্ধে অংশ নেয়ার জন্য সকলে স্বাধীন বাংলার পতাকা ও অস্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে নির্ভীক চিত্তে। দেশকে শত্রুমুক্ত করতে সকলের ঐক্য এবং যুদ্ধ করার প্রেরণা রয়েছে ছবিটিতে।