মহীয়সী রোকেয়া

activities এসো নিজে করি

বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিলিয়ে বাক্য পড়ি ও লিখি।

রংপুরের পায়রাবন্দ গ্রামে

ষোলো বছর বয়সে।

অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট

মতিচুর, অবরোধবাসিনী ও পদ্মরাগ।

রাত গভীর হলে ভাইয়ের কাছে

রোকেয়ার জন্ম।

রোকেয়ার বিয়ে হলো

নারী জাগরণের অগ্রদূত।

তাঁর লেখা বইগুলো হচ্ছে-

শুরু হতো তাঁর জ্ঞানার্জন।

মহীয়সী রোকেয়া

গণ্ডির মধ্যে আটকে থাকা।

বিশেষ্য ও ক্রিয়াপদ আলাদা করে লিখি।

পায়রাবন্দ বলেছেন ডিসেম্বর পাঠানো চুন যাবেন কোরআন

বিশেষ্য

ক্রিয়াপদ