- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - বাংলাদেশের প্রকৃতি
- পাঠ ২ - পালকির গান
- পাঠ ৩ - বড় রাজা ছোট রাজা
- পাঠ ৪ - বাংলার খোকা
- পাঠ ৫ - মুক্তির ছড়া
- পাঠ ৬ - আজকে আমার ছুটি চাই
- পাঠ ৭ - বীরশ্রেষ্ঠর বীরগাথা
- পাঠ ৮ - মহীয়সী রোকেয়া
- পাঠ ৯ - নেমন্তন্ন
- পাঠ ১০ - মোবাইল ফোন
- পাঠ ১১ - আবোল-তাবোল
- পাঠ ১২ - পুষ্টিকর খাবার
- পাঠ ১৩ - মোদের বাংলা ভাষা
- পাঠ ১৪ - বাওয়ালিদের গল্প
- পাঠ ১৫ - পাখির জগৎ
- পাঠ ১৬ - কাজলা দিদি
- পাঠ ১৭ - বাবুর্চি আবদূর রহমান
- পাঠ ১৮ - মা
- পাঠ ১৯ - ঘুরে আসি সোনারগাঁও
- পাঠ ২০ - বীরপুরুষ
- পাঠ ২১ - ময়নামতির শালবন বিহার
- পাঠ ২২ - লিপির গল্প
- পাঠ ২৩ - খলিফা হযরত উমর (রা)
- Home
- Elements
মহীয়সী রোকেয়া
বাক্য রচনা
শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। বাক্য তৈরি করে লিখি।
জমিদার
বাক্য দেখি
জমিদারদের প্রচুর সহায় সম্পত্তি ছিল।
বন্দি
বাক্য দেখি
বেগম রোকেয়ার সময়ে মেয়েদের বাড়ির নির্দিষ্ট গন্ডির মাঝে বন্দি থাকতে হত।
চিলেকোঠা
বাক্য দেখি
মেয়েটি চিলেকোঠায় বসে বই পড়ছে।
স্নেহ
বাক্য দেখি
বড়ভাই সাবের বেগম রোকেয়াকে অত্যধিক স্নেহ করতেন।
স্বাধীনতা
বাক্য দেখি
বেগম রোকেয়া আজীবন নারী অধিকার অর্জনের জন্য কাজ করে গেছেন।
প্রতিষ্ঠা
বাক্য দেখি
বেগম রোকেয়া নারী শিক্ষা বিস্তারে পৃথক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।
লেখালেখি
বাক্য দেখি
লেখালেখি করে মনের ভাব সকলের কাছে প্রকাশ করা যায়।
উন্নতি
বাক্য দেখি
নারীসমাজের উন্নতি সাধনে বেগম রোকেয়ার ভুমিকা অপরিসীম।
সমাজ
বাক্য দেখি
নারী অধিকার নিশ্চিত করতে সমাজের সকলকেই এগিয়ে আসতে হবে।
অধিকার
বাক্য দেখি
শিক্ষা প্রত্যেক নারীর অধিকার।
লড়াই
বাক্য দেখি
অধিকার অর্জনে নারীদের অনেক লড়াই সংগ্রাম করতে হয়েছে।
নারী জাগরণ
বাক্য দেখি
নারী জাগরণ হলেই নারীদের অধিকার অর্জন সম্ভব হবে।
অগ্রদূত
বাক্য দেখি
বেগম রোকেয়া বাংলার নারী জাগরণের অগ্রদুত।
মহীয়সী
বাক্য দেখি
বেগম রোকেয়া একজন মহীয়সী নারী ছিলেন।
চিরস্মরণীয়
বাক্য দেখি
সমাজের উন্নতির জন্য যারা নিজেদের উৎসর্গ করেন তাঁরা চিরস্মরণীয়।
নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি।
অদম্য
বাক্য দেখি
মুক্তির অদম্য আকাঙ্ক্ষা না থাকলে মুক্তি অর্জন করা যায় না।
অবরোধ
বাক্য দেখি
একমাত্র অদম্য ইচ্ছাশক্তিই পারে জীবনে সফলতা এনে দিতে।







