মহীয়সী রোকেয়া

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

জমিদার - ধনী ব্যক্তি। যিনি বহু জমি ও বিষয় সম্পত্তির মালিক।
বন্দি - আটক।
চিলেকোঠা - বাড়ির ছাদে লাগোয়া ঘর, সিড়িঘর।
স্নেহ - ভালোবাসা, প্রেম।
স্বাধীনতা - মুক্ত, নিজের ইচ্ছামতো কিছু করতে পারা।
প্রতিষ্ঠা - তৈরি।
লেখালেখি - লেখা/রচনা।
উন্নতি - কিছুটা খারাপ অবস্থা হেকে ভালো অবস্থায় যাওয়া।
সমাজ - আমাদের চারপাশের পরিবেশ, মানুষ।
অধিকার - দাবি, পাওনা জিনিসের ওপর দখল নেয়া।
লড়াই - যুদ্ধ, সংগ্রাম।
নারী জাগরণ - অধিকার সম্পর্কে মেয়েদের সচেতনতা।
নিষিদ্ধ - যাতে নিষেধ বা বারণ আছে; মানা করা; বারণ।
জ্যেষ্ঠ - বয়সে বড়।
অদম্য - অদমনীয়; যাকে দমানো যায় না; যে কিছুতেই দমে না; অজেয়।
পদ্মরাগ - মণিবিশেষ; চুণি।
অবরোধবাসিনী - আটকে রাখা হয়েছে যে নারীকে; অন্তঃপুরের নারী।
জাগরণ - জেগে ওঠা; জাগ্রত অবস্থা; উত্থান; চেতনা লাভ।
জ্ঞানার্জন - বিদ্যালাভ; শিক্ষা; শাস্ত্রের শিক্ষা।