আমার বাংলা বই

story telling বাক্য রচনা

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। বাক্য তৈরি করে লিখি।

নিঝুম

বাক্য দেখি

দুপুরবেলায় সমস্ত গ্রাম নিঝুম হয়ে আছে।

সুখ

বাক্য দেখি

কষ্ট করলে সুখ আসবেই।

রাজপুত্র

বাক্য দেখি

রাজপুত্র, রাজকন্যা নিয়ে রাজার সুখের সীমা নেই।

প্রতিজ্ঞা

বাক্য দেখি

প্রতিজ্ঞা ভঙ্গ করা মহাপাপ।

টনটন

বাক্য দেখি

হাতটা ব্যথায় টনটন করছে।

ময়ূর

বাক্য দেখি

আকাশে মেঘ করলে ময়ূর নাচে।

পদ্মলতা

বাক্য দেখি

আসল রানী আলপনায় আঁকেন পদ্মলতা।

চিনচিন

বাক্য দেখি

ক্ষতের জায়গাটায় চিনচিন ব্যথা করছে।

ঝলমল

বাক্য দেখি

রোদে চারদিক ঝলমল করছে।

বাঁশি

বাক্য দেখি

রাখালের বাঁশির সুরে মন ভরে যায়।

রাজ্য

বাক্য দেখি

রাজার দোষেই রাজ্য নষ্ট হয়।

নিচের বাক্যাংশ ও বাক্যগুলো পড়ি।

ব্যথায় টনটন করা - খুব ব্যথা করা। সুচবিধা রাজার শরীর দিনরাত ব্যথায় টনটন করত।
খুশিতে ঝলমলিয়ে ওঠা - মন আনন্দে ভরে ওঠা। রাখাল বন্ধুর বাঁশির সুর শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে উঠত।