আমার বাংলা বই

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

আষ্টেপৃষ্ঠে - সর্বাঙ্গে, সারা শরীরে
গর্দান - ঘাড়, গলা
গর্জে ওঠা - হুঙ্কার দিয়ে ওঠা
স্বাদ - খেতে ভালো লাগে এমন
বিস্বাদ - খেতে ভালো নয় এমন
পুঁটলি - বোঁচকা
ফরমাস - হুকুম, আদেশ
ঘোর - অত্যন্ত, অনেক বেশি, গভীর
ফুরসত - অবসর, অবকাশ, ছুটি
টনটন - যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি
চিনচিন - অল্প অল্প ব্যথা বা জ্বালা বোঝায় এমন শব্দ
মায়াবতী - দয়া ও মমতা আছে যে নারীর
কাকন - হাতে পরার গহনা
রক্ষী - প্রহরী, সেনা
রাজপ্রাসাদ - রাজপুরী বা রাজবাড়ি
পরস্পর - একের সঙ্গে অন্যের

একই শব্দের ব্যবহার

চিনচিন - ক্ষতের জায়গাটায় চিনচিন ব্যথা করছে।
ঝাঁকে ঝাঁকে - জেলে ভাই নদীতে জাল ফেলে ঝাঁকে ঝাঁকে মাছ ধরছে।
থমথম - রাতের থমথমে পরিবেশে হেঁটে যেতে ভয় লাগে।
হৈহৈ - হৈহৈ কাণ্ড, রইরই ব্যাপার।
শনশন - শনশন বাতাস বইছে।