আমার বাংলা বই

activities বিপরীত শব্দ

বিপরীত শব্দ জেনে নিই। খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি।

কান্না হাসি
চেনা অচেনা
ভালো মন্দ
বড় ছোট
আলো অন্ধকার

ক) সন্তানের মৃত্যুতে তিনি

ধরে রাখতে পারলেন না।

খ)

লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সবকিছু হারিয়েছে।

গ) রাসেল বয়সে

হলেও সংসারের অনেক কাজে মাকে সাহায্য করে।

ঘ) লোকটিকে আমি কোথায় যেন দেখেছি, খুব

মনে হচ্ছে।

ঙ) বিদ্যুৎ চলে যাওয়ায় চারদিকে

নেমে এলো।

বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি।

আনন্দ দুঃখ নির্দয়তা অখুশি রাজকন্যা আসল দাসী সুন্দর বিস্বাদ
ক) সুখ
বাক্য দেখি

মা-বাবার মনে কখনো দুঃখ দেয়া উচিত নয়।

খ) মায়া
বাক্য দেখি

নির্দয়তা ভালো নয়।

গ) স্বাদ
বাক্য দেখি

লবণ না দিলে সব তরকারিই বিস্বাদ লাগে।

ঘ) কষ্ট
বাক্য দেখি

কারো দুঃখে আনন্দ পাওয়া উচিৎ নয়।

ঙ) নকল
বাক্য দেখি

আসল অপরাধী শাস্তি পেলে সমাজ সুখের হয়।

চ) রানি
বাক্য দেখি

আগের যুগে দাসী কেনাবেচা করা হতো।

ছ) রাজপুত্র
বাক্য দেখি

রাজকন্যার ব্যবহারে প্রজারা মুগ্ধ হলেন।

জ) অসুন্দর
বাক্য দেখি

বৈশাখী মেলায় সুন্দর নকশা আঁকা পুতুল পাওয়া যায়।

ঝ) খুশি
বাক্য দেখি

ছেলেটির আচরণে আমি অখুশি হলাম।