আমার বাংলা বই

activities এসো নিজে করি

ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।

কুমার বারি চরণ শির শাহানশাহ কুর্নিশ

ক) পিতার

হাত রেখে পুত্র দোয়া চাইল।

খ) বর্ষাকালে প্রবল

বর্ষণ হয়।

গ) আগের দিনে হাতি-ঘোড়া চড়ে

শিকারে যেতেন।

ঘ) উজির বাদশাহকে

করলেন।

ঙ)

আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক।

চ) অন্যায়ের কাছে কখনো

নত করব না।