আমার বাংলা বই

ব্যাকরণ

নিচে দাগ দেয়া শব্দগুলোর চলিত রূপ লিখি।

ক) বাদশাহ ডাকিলেন শিক্ষককে।
উত্তর দেখি

ডাকলেন

খ) শাহাজাদা গুরুর পায়ে পানি ঢালিতেছে
উত্তর দেখি

ঢালছে

গ) মৌলবি বলিলেন, ‘মনে আছে মোর বল।’
উত্তর দেখি

বললেন

ঘ) রাজ-কুমারকে পড়াইতো এক দিল্লির মৌলবি।
উত্তর দেখি

পড়াতো

ঙ) রাহাত পড়া শিখিয়া বিদ্যালয়ে আসিয়াছে
উত্তর দেখি

শিখে, এসেছে

এক কথায় প্রকাশ

যা দ্বারা শিক্ষা দান করা হয়

উত্তর দেখি

শাস্ত্র

সংবাদ বহন করে যে

উত্তর দেখি

দূত

সুজনের ভাব বা আচরণ

উত্তর দেখি

সৌজন্য

যিনি বিদ্যা দান করেন

উত্তর দেখি

শিক্ষাগুরু

রাজার ছেলে

উত্তর দেখি

কুমার