- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - এই দেশ এই মানুষ
- পাঠ ২ - সংকল্প
- পাঠ ৩ - সুন্দরবনের প্রাণি
- পাঠ ৪ - হাতি আর শিয়ালের গল্প
- পাঠ ৫ - ফুটবল খেলোয়াড়
- পাঠ ৬ - বীরের রক্তে স্বাধীন এ দেশ
- পাঠ ৭ - ফেব্রুয়ারির গান
- পাঠ ৮ - শখের মৃৎশিল্প
- পাঠ ৯ - শব্দদূষণ
- পাঠ ১০ - স্মরণীয় যাঁরা চিরদিন
- পাঠ ১১ - স্বদেশ
- পাঠ ১২ - কাঞ্চনমালা আর কাঁকনমালা
- পাঠ ১৩ - অবাক জলপান
- পাঠ ১৪ - ঘাসফুল
- পাঠ ১৫ - মাটির নিচে যে শহর
- পাঠ ১৬ - শিক্ষাগুরুর মর্যাদা
- পাঠ ১৭ - ভাবুক ছেলেটি
- পাঠ ১৮ - দুই তীরে
- পাঠ ১৯ - বিদায় হজ
- পাঠ ২০ - দেখে এলাম নায়াগ্রা
- পাঠ ২১ - রৌদ্র লেখে জল
- পাঠ ২২ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- পাঠ ২৩ - শহীদ তিতুমীর
- পাঠ ২৪ - অপেক্ষা
- Home
- Elements
আমার বাংলা বই
এসো নিজে করি
ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
ক) তাঁর
বক্তৃতা শুনে তাঁকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয়।
খ) দেশের
।
গ) জগদীশচন্দ্র বসুর আশ্চর্য সব
দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে গিয়েছিলেন।
ঘ) জগদীশচন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞানজগতে এক একটি
।
ঙ) জগদীশচন্দ্র বসুর ‘নিরুদ্দেশের কাহিনি’ বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক
।
চ) ছেলেটি তেমন
নয়।
ছ) মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক
ভাবে।
জ) ওর পড়াশোনার শুরু
।
ঝ) প্রেসিডেন্সি কলেজে
অধ্যাপক পদে যোগ দেন।
ঞ) প্রতিবাদে তিনি দীর্ঘ তিন বছর বেতন না নিয়ে
পালন করেন।
ট) তিনি দেখিয়েছিলেন যে, উদ্ভিদ ও
মধ্যে অনেক মিল আছে।
ঠ) তিনি
তরঙ্গসৃষ্টি আবিষ্কার করেন।
ঠিক উত্তরটিতে টিক (✓) চিহ্ন দিই।
ক। কোন সত্যটি প্রমাণ করে জগদীশচন্দ্র বসু বেশি পরিচিতি লাভ করেন?
গাছের প্রাণ আছে
অতিক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি করে
মহাকাশ যোগাযেগের ক্ষেত্রে
বেতার এবং টেলিভিশন আবিষ্কারের মাধ্যমে
খ। জগদীশচন্দ্র বসু কলকাতায় প্রেসিডেন্সি কলেজে কোন বিষয়ের অধ্যাপক হিসেবে যোগদান করেন?
বাংলা
পদার্থবিজ্ঞান
ইংরেজি
গণিত
গ। জগদীশচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন?
ময়মনসিংহ
ঢাকা
কুমিল্লা
ফরিদপুর
ঘ। ‘জগদীশচন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞানজগতে এক একটি বিজয়স্তম্ভ' কথাটি কে বলেছিলেন?
বিজ্ঞানী অলিভার লজ
বিজ্ঞানী লর্ড কেলভিন
বিজ্ঞানী আইনস্টাইন
বিজ্ঞানী গ্যালিলিও
কর্ম-অনুশীলন।
‘বিজ্ঞান শিক্ষাই সভ্যতা বিনির্মাণের একমাত্র হাতিয়ার’- বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তায় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি।








