আমার বাংলা বই

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

পর্যবেক্ষণ - কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা।
পান্ডিত্যপূর্ণ - জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ।
বিজয়স্তম্ভ - কোনো কিছু জয় করার পর যে স্তম্ভ নির্মাণ করে বিজয় ঘোষণা করা হয়।
গিরিডি - ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। এটি গিরিডিহ জেলার একটি প্রধান শহর। ১৯৭২ সালের আগে স্থানটি হাজারিবাগ জেলার মধ্যে ছিল।
কল্পকাহিনি - যে কাহিনি কল্পনা করে লেখা হয়।
বৈজ্ঞানিক কল্পকাহিনি - এক প্রকার কল্পকাহিনি আছে যা বিজ্ঞানকে প্রধান করে লেখা হয়, তাকে বলা হয় বৈজ্ঞানিক কল্পকাহিনি।
প্রবেশিকা - আজকের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা। প্রবেশিকা পাশ করলে কলেজে প্রবেশ করা যেত। তাই নাম হয়েছিল প্রবেশিকা।
এফএ - Final Arts. আজকের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার সমতুল্য।
উপাধি - খেতাব।
চর্চা - অনুশীলন, অভ্যাস।
অধ্যাপক - কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
খ্যাতি - সুনাম।