আমার বাংলা বই

ব্যাকরণ

ডান পাশের সাথে বাম পাশের মিল করি

জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ

অভিনব

দৃশ্যমান নয় এমন

অন্যতম

নব উদ্ভাবিত

আবিষ্কার

অজ্ঞাত বিষয়বস্তুর সন্ধান

পাণ্ডিত্যপূর্ণ

অনেকের মধ্যে একজন

অদৃশ্য

নিচে দাগ দেয়া শব্দগুলোর চলিত রূপ লিখি।

ক) বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে বল খেলিতেছে
উত্তর দেখি

খেলছে

খ) জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করিয়াছে
উত্তর দেখি

করেছে

গ) দেশের কল্যাণের জন্য তিনি নিজ দেশে ফিরিয়া আসেন।
উত্তর দেখি

ফিরে

ঘ) টেবিল থেকে গ্লাসটি মাটিতে পরে ভাঙিয়া গেল।
উত্তর দেখি

ভেঙে

ঙ) অন্ধকারে শিশুটি চমকাইয়া উঠল।
উত্তর দেখি

চমকে

সমার্থক শব্দ

জগৎ - পৃথিবী, ধরা
তরঙ্গ - ঢেউ, ঊর্মি
কল্যাণ - মঙ্গল, ভালো
গাছ - বৃক্ষ, তরু
বিদ্যুৎ - তড়িৎ, বিজলি