- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - এই দেশ এই মানুষ
- পাঠ ২ - সংকল্প
- পাঠ ৩ - সুন্দরবনের প্রাণি
- পাঠ ৪ - হাতি আর শিয়ালের গল্প
- পাঠ ৫ - ফুটবল খেলোয়াড়
- পাঠ ৬ - বীরের রক্তে স্বাধীন এ দেশ
- পাঠ ৭ - ফেব্রুয়ারির গান
- পাঠ ৮ - শখের মৃৎশিল্প
- পাঠ ৯ - শব্দদূষণ
- পাঠ ১০ - স্মরণীয় যাঁরা চিরদিন
- পাঠ ১১ - স্বদেশ
- পাঠ ১২ - কাঞ্চনমালা আর কাঁকনমালা
- পাঠ ১৩ - অবাক জলপান
- পাঠ ১৪ - ঘাসফুল
- পাঠ ১৫ - মাটির নিচে যে শহর
- পাঠ ১৬ - শিক্ষাগুরুর মর্যাদা
- পাঠ ১৭ - ভাবুক ছেলেটি
- পাঠ ১৮ - দুই তীরে
- পাঠ ১৯ - বিদায় হজ
- পাঠ ২০ - দেখে এলাম নায়াগ্রা
- পাঠ ২১ - রৌদ্র লেখে জল
- পাঠ ২২ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- পাঠ ২৩ - শহীদ তিতুমীর
- পাঠ ২৪ - অপেক্ষা
- Home
- Elements
আমার বাংলা বই
এসো নিজে করি
ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
ক) দশম
হজের সময় এসে গেল।
খ) তাঁদের ইচ্ছা নবিজির (স) সঙ্গে
পালন করবেন।
গ)
হযরত মুহাম্মদ (স) প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন।
ঘ) যাঁরা তাঁকে কখনও দেখেন নি তাঁরাও এই মহামানবকে একবার দেখার জন্য
এলেন।
ঙ)
ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হল, ‘হ্যাঁ, আপনি পেরেছেন।’
চ) কোনো
যদি নিজের যোগ্যতায় আমির হয়, তবে তাকে মেনে চলবে।
ছ) ইসলামের এ
তখন দিকে দিকে ছড়িয়ে পড়েছে।
জ) মুসলমানরা আল্লাহর
।
ঠিক উত্তরটিতে টিক (✓) চিহ্ন দিই।
ক। বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
মদিনায়
মক্কায়
আরাফাতের ময়দানে
জেদ্দায়
খ। আরাফাতের ময়দানে কত লক্ষ মানুষ হজ পালন করতে আসেন?
প্রায় এক লক্ষ
প্রায় দুই লক্ষ
প্রায় তিন লক্ষ
প্রায় চার লক্ষ
গ। হযরত মুহাম্মদ (স) কাদের প্রতি নিষ্ঠুর আচরণ করতে নিষেধ করেছেন?
সৈন্যদের
সাহাবিদের
আলেমদের
ক্রীতদাস-ক্রীতদাসীদের
ঘ। মহানবি (স) কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বললেন?
দুইটি
চারটি
ছয়টি
আটটি
ঙ। মহানবির (স) চোখ-মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল কেন?
মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য
মক্কা জয়ের আনন্দে
সাহাবিদের নিয়ে হজ পালন করতে পারায়
বিদায় হজের ভাষণে বিপুল সংখ্যক মানুষ দেখে
কর্ম-অনুশীলন।
‘বিদায় হজ’ গল্পটি থেকে শিক্ষণীয় বিষয়গুলো লিখ।








