আমার বাংলা বই

ব্যাকরণ

চলিত রূপ

ছড়াইয়া

উত্তর দেখি

ছড়িয়ে

ইহারা

উত্তর দেখি

এরা

করিও

উত্তর দেখি

কোরো

পৌঁছাইয়া

উত্তর দেখি

পৌঁছে

যাঁহারা

উত্তর দেখি

যারা

যাইতেছি

উত্তর দেখি

যাচ্ছি

এক কথায় প্রকাশ

মহান যে নবি

উত্তর দেখি

মহানবি

পাপহীন অবস্থা

উত্তর দেখি

পবিত্র

সম্পদশালী সম্ভ্রান্ত মুসলমান

উত্তর দেখি

আমির

মূল্য দিয়ে কেনা গোলাম

উত্তর দেখি

ক্রীতদাস

যার তুলনা হয় না

উত্তর দেখি

অতুলনীয়

যার শত্রু জন্মায় নি

উত্তর দেখি

অজাতশত্রু

আকাশে যে উড়ে বেড়ায়

উত্তর দেখি

খেচর

বিদেশে থাকে যে

উত্তর দেখি

প্রবাসী

যা কষ্টে লাভ করা যায়

উত্তর দেখি

দুর্লভ

যা জলে চরে

উত্তর দেখি

জলচর

বিরামচিহ্নগুলো চিনে নিই।

বিরামচিহ্নের নাম চিহ্নের আকৃতি
কমা ,
সেমিকোলন ;
দাঁড়ি
জিজ্ঞাসা-চিহ্ন ?
বিস্ময়-চিহ্ন !

বাক্যের অর্থ স্পপষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা শেষে আমরা বিরামচিহ্ন ব্যবহার করি। নিঃশ্বাস নেওয়ার জন্যও এই চিহ্নের জায়গায় আমরা থামি।

এবার নিচের বাক্যগুলো পড়ি এবং ঠিক জায়গায় বিরামচিহ্ন বসাই :

এত বিপুল সংখ্যক মানুষ দেখে নবিজির (স) মন আনন্দে ভরে গেল এত মানুষ এরা সবাই ইসলাম গ্রহণ করেছে তাঁর মনে হলো হয়ত এটাই তাঁরদ জীবনের শেষ হজ।

উত্তর দেখি

এত বিপুল সংখ্যক মানুষ দেখে নবিজির (স) মন আনন্দে ভরে গেল। এত মানুষ! এরা সবাই ইসলাম গ্রহণ করেছে। তাঁর মনে হলো, হয়ত এটাই তাঁর জীবনের শেষ হজ।