- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - এই দেশ এই মানুষ
- পাঠ ২ - সংকল্প
- পাঠ ৩ - সুন্দরবনের প্রাণি
- পাঠ ৪ - হাতি আর শিয়ালের গল্প
- পাঠ ৫ - ফুটবল খেলোয়াড়
- পাঠ ৬ - বীরের রক্তে স্বাধীন এ দেশ
- পাঠ ৭ - ফেব্রুয়ারির গান
- পাঠ ৮ - শখের মৃৎশিল্প
- পাঠ ৯ - শব্দদূষণ
- পাঠ ১০ - স্মরণীয় যাঁরা চিরদিন
- পাঠ ১১ - স্বদেশ
- পাঠ ১২ - কাঞ্চনমালা আর কাঁকনমালা
- পাঠ ১৩ - অবাক জলপান
- পাঠ ১৪ - ঘাসফুল
- পাঠ ১৫ - মাটির নিচে যে শহর
- পাঠ ১৬ - শিক্ষাগুরুর মর্যাদা
- পাঠ ১৭ - ভাবুক ছেলেটি
- পাঠ ১৮ - দুই তীরে
- পাঠ ১৯ - বিদায় হজ
- পাঠ ২০ - দেখে এলাম নায়াগ্রা
- পাঠ ২১ - রৌদ্র লেখে জল
- পাঠ ২২ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- পাঠ ২৩ - শহীদ তিতুমীর
- পাঠ ২৪ - অপেক্ষা
- Home
- Elements
আমার বাংলা বই
শব্দার্থ
শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
হিজরি - ৬২২ খ্রিষ্টাব্দে হজরত মুহাম্মদ (সঃ) আল্লাহর আদেশে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। একে বলা হয় হিজরত। তিনি যেদিন মক্কা ছেড়ে যান, সেদিন থেকে আরবি সাল গণনা করা হয়। আরবি সালকে ‘হিজরি’ বলা হয়।
হজ - হিজরি জিলহজ মাসের ৯ তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান ও পরে কাবার তওয়াফ সংবলিত ইসলামি অনুষ্ঠান।
মহানবি - আল্লাহ্র পয়গম্বর; রাসুল; প্রেরিত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ যিনি। শেষ নবি হযরত মুহাম্মদ (সঃ) কে মহানবি হিসেবে আখ্যায়িত করা হয়।
কাবাশরিফ - সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত আল্লাহ্র পবিত্র ঘর। আর্থিকভাবে সচ্ছল মুসলমানের পবিত্র হজ পালন করতে সেখানে যান। হজ পালনের সময় আর চারদিকে ঘুরতে হয়।
আরাফাত - মক্কা থেকে প্রায় বারো মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান।
ভাষণ - বক্তৃতা, বিবৃতি, উক্তি।
বান্দা - গোলাম, দাস, একান্ত বাধ্য।
আমির - সম্ভ্রান্ত ধনী মুসলমান, মুসলমান শাসকের উপাধি।
উপাসনা - এবাদত, আরাধনা, আল্লাহর ধ্যান।
ক্রীতদাস - কেনা দাস, চাকর।
যিলকাদ - আরবি বছরের একটি মাসের নাম।
বানী - কথা, বিবৃতি।
উজ্জ্বল - আলোকিত, ঝলমলে।
আহ্বান - আমন্ত্রণ।
সমবেত - মিলন, অবস্থান।







