আমার বাংলা বই

test/exam শব্দার্থ

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

হিজরি - ৬২২ খ্রিষ্টাব্দে হজরত মুহাম্মদ (সঃ) আল্লাহর আদেশে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। একে বলা হয় হিজরত। তিনি যেদিন মক্কা ছেড়ে যান, সেদিন থেকে আরবি সাল গণনা করা হয়। আরবি সালকে ‘হিজরি’ বলা হয়।
হজ - হিজরি জিলহজ মাসের ৯ তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান ও পরে কাবার তওয়াফ সংবলিত ইসলামি অনুষ্ঠান।
মহানবি - আল্লাহ্‌র পয়গম্বর; রাসুল; প্রেরিত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ যিনি। শেষ নবি হযরত মুহাম্মদ (সঃ) কে মহানবি হিসেবে আখ্যায়িত করা হয়।
কাবাশরিফ - সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত আল্লাহ্‌র পবিত্র ঘর। আর্থিকভাবে সচ্ছল মুসলমানের পবিত্র হজ পালন করতে সেখানে যান। হজ পালনের সময় আর চারদিকে ঘুরতে হয়।
আরাফাত - মক্কা থেকে প্রায় বারো মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান।
ভাষণ - বক্তৃতা, বিবৃতি, উক্তি।
বান্দা - গোলাম, দাস, একান্ত বাধ্য।
আমির - সম্ভ্রান্ত ধনী মুসলমান, মুসলমান শাসকের উপাধি।
উপাসনা - এবাদত, আরাধনা, আল্লাহর ধ্যান।
ক্রীতদাস - কেনা দাস, চাকর।
যিলকাদ - আরবি বছরের একটি মাসের নাম।
বানী - কথা, বিবৃতি।
উজ্জ্বল - আলোকিত, ঝলমলে।
আহ্বান - আমন্ত্রণ।
সমবেত - মিলন, অবস্থান।