আমার বাংলা বই

activities এসো নিজে করি

ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।

হানাদারদের বর্গি খাজনা হানাদার মাতৃভূমি অস্ত্র

ক) সরকারকে

দেওয়া সকল নাগরিকের কর্তব্য।

খ) বহু পূর্বে বাংলায়

এসে হানা দিত, মানুষ মারত, ধনসম্পদ লুট করত।

গ)

পরাজিত করেই মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীন করেছিলেন।

ঘ) ১৯৭১ সালে পাকিস্তানি

বাহিনী বাংলাদেশে আক্রমণ করেছিল।

ঙ) মুক্তিযোদ্ধারা

হাতে যুদ্ধ করেছিলেন।

চ) বাংলাদেশ আমাদের

কর্ম-অনুশীলন।

পাঠ্যবইয়ের বাইরের কোনো কবিতা বা ছড়া পড়ে তা শ্রেণিতে আবৃত্তি করি।