আমার বাংলা বই

প্রশ্ন উত্তর

নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি।

১।  বর্গি কারা? তারা কী করেছিল?

বর্গি হলাে মারাঠা দস্যু। বহুকাল আগে তারা বাংলায় তা | দিয়ে ধন-সম্পদ লুট করত, মানুষের বাড়িঘর পুড়িয়ে দিন | নির্বিচারে মানুষ হত্যা করত। তবে ‘রৌদ্র লেখে জয়’ কবিতায় কফি বর্গি বলতে পাকিস্তানি হানাদার বাহিনীকেই বুঝিয়েছেন। তারা এদেশের মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। মাঠ-ঘাট, ঘর-বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে এই দেশকে এক নরকে পরিণত করেছিল।

২।  হানাদারদের কথা মানুষ কেন ভুলবে না?

১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের নিরস্ত্র, ঘুমন্ত মানুষের ওপর অতর্কিত আক্রমণ চালায়। তারা। নির্বিচারে হত্যা করে বাঙালিদের। ঘর-বাড়ি, হাট-বাজার সব আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। দীর্ঘ নয় মাস চলতে থাকে তাদের এই ধ্বংসযজ্ঞ। তাই তাদের কথা মানুষ ভুলবে না।

৩।  মুক্তিযোদ্ধাদের কথা মানুষ কখনো ভুলবে না কেন?

মুক্তিযােদ্ধারা বাংলা মায়ের বীর সন্তান। তারা শত্রুর হাত [ থেকে দেশকে মুক্ত করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। নিজের জীবন উৎসর্গ করে তারা দেশকে শত্রুমুক্ত করেন। তাদের জন্যই বাংলাদেশ | আজ স্বাধীন। তাই তাদের কথা মানুষ কখনাে ভুলবে না।

৪।  মুক্তিসেনারা কাদের সঙ্গে যুদ্ধ করেছিল এবং কেন?

মুক্তিসেনারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করেছিল। | পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের স্বাধীনতা হরণ করতে | চেয়েছিল। তাই তারা এ দেশে অতর্কিত আক্রমণ চালায়। হত্যা, লুটপাট আর ধ্বংসযজ্ঞের মাধ্যমে তারা শস্য-শ্যামল বাংলাকে | নরকে পরিণত করে। এই শত্রুদের হাত থেকে দেশকে মুক্ত করার | জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিসেনারা পাকিস্তানি হানাদার | বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল।

৫।  ‘কাল যেখানে আঁধার ছিল আজ সেখানে আলো।’- কথাটি ব্যাখ্যা করি।

আমাদের বাংলাদেশ এক সময় ছিল পাকিস্তানের একটি অংশ । পাকিস্তানের শাসকগােষ্ঠী নানাভাবে বাংলাকে শাসন-শােষণ করত। বাঙালির স্বাধীনতা, অধিকার বলতে কোনােকিছু ছিল না। ১৯৭১ সালে তারা এদেশের বিরুদ্ধে এক ঘৃণ্য ষড়যন্ত্র করে। বাংলার স্বাধীনতাকে চিরতরে কেড়ে নেওয়ার জন্য তারা এদেশের মানুষের ওপর আক্রমণ। চালায়। হত্যা, নির্যাতন আর লুট করে তারা বাংলাদেশকে পরিণত করে এক ধ্বংসস্থূপে। তাদের এই ঘৃণ্য ষড়যন্ত্রকে পণ্ড করে দেয় বাংলার মুক্তিযােদ্ধারা। শত্রুদের ধ্বংস করে তারা দেশকে স্বাধীন করে। অর্থাৎ দীর্ঘদিন পরাধীনতার অন্ধকারে থাকলেও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এদেশে স্বাধীনতার আলাে এসেছে, অন্ধকার দূর হয়েছে। কবি এ বিষয়টি বােঝাতে আলােচ্য কথাটি বলেছেন।

৬।  বর্গিরা খাজনা নিতে আসত কেন? বাখ্যা কর।

বর্গিরা খাজনা নিতে আসত কারণ আমরা তখন প্রাধিন ছিলাম।

৭।  হানাদারদের সঙ্গে মুক্তিসেনারা কীভাবে লড়াই করেছিলেন?

হানাদারদের সঙ্গে মুক্তিসেনারা জীবন বাজী রেখে লড়াই করেছিল। দেশের জন্য অকাতরে প্রাণ দিয়েছিলেন অনেকেই।

৮।  পায়রা কোথায় পাখা মেলেছে?

পায়রা নীল আকাশে পাখা মেলেছে।

৯।  ‘মা হয়ে যায় দেশের মাটি।’- কথাটি বুঝিয়ে লিখ।

আলোচ্য অংশ কবি মা ও মাতৃভূমিকে অভিন্নরূপে কল্পনা করে বলেছেন, মানুষ যেমন মাকে ভালোবাসে তেমনি দেশের মাটিকেও ভালোবাসে। দেশপ্রেমের এ বিসয়ই কবি এখানে প্রকাশ করেছেন।

অল্প কথায় উত্তর দেই।

১।  QUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUES

উত্তর

২।  QUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUES

উত্তর

৩।  QUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUES

উত্তর

৪।  QUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUES

উত্তর

৫।  QUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUES

উত্তর

৬।  QUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUES

উত্তর

৭।  QUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUES

উত্তর

৮।  QUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUES

উত্তর

৯।  QUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUES

উত্তর

১০।  QUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUESQUES

উত্তর