আমার বাংলা বই

কবি ও লেখক পরিচিতি

শামসুর রাহমান


জন্ম: ১৯২৯ খ্রিষ্টাব্দের ২৩শে অক্টোবরে পুরানো ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতিৃক নিবাস নরসিংদী জেলার পাড়াতলী গ্রামে।

তিনি দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশের একজন প্রধান কবি। ছোটদের জন্য তিনি অনেক ছড়া, কবিতা ও স্মৃতিকথা লিখেছেন।

উল্লেখযোগ্য রচনাবলি: ‘এলাটিং বেলাটিং’, ‘ধান ভানলে কুঁড়ো দেবো’,‘স্মৃতির শহর ঢাকা’ ইত্যাদি ছোটদের জন্য লেখা তাঁর বিখ্যাত বই।

মৃত্যু: তিনি ২০০৬ সালের ১৭ই আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন।