- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - এই দেশ এই মানুষ
- পাঠ ২ - সংকল্প
- পাঠ ৩ - সুন্দরবনের প্রাণি
- পাঠ ৪ - হাতি আর শিয়ালের গল্প
- পাঠ ৫ - ফুটবল খেলোয়াড়
- পাঠ ৬ - বীরের রক্তে স্বাধীন এ দেশ
- পাঠ ৭ - ফেব্রুয়ারির গান
- পাঠ ৮ - শখের মৃৎশিল্প
- পাঠ ৯ - শব্দদূষণ
- পাঠ ১০ - স্মরণীয় যাঁরা চিরদিন
- পাঠ ১১ - স্বদেশ
- পাঠ ১২ - কাঞ্চনমালা আর কাঁকনমালা
- পাঠ ১৩ - অবাক জলপান
- পাঠ ১৪ - ঘাসফুল
- পাঠ ১৫ - মাটির নিচে যে শহর
- পাঠ ১৬ - শিক্ষাগুরুর মর্যাদা
- পাঠ ১৭ - ভাবুক ছেলেটি
- পাঠ ১৮ - দুই তীরে
- পাঠ ১৯ - বিদায় হজ
- পাঠ ২০ - দেখে এলাম নায়াগ্রা
- পাঠ ২১ - রৌদ্র লেখে জল
- পাঠ ২২ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- পাঠ ২৩ - শহীদ তিতুমীর
- পাঠ ২৪ - অপেক্ষা
- Home
- Elements
আমার বাংলা বই
এসো নিজে করি
- ঘরের ভিতরের শব্দ খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি
- উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ
- ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই
- বাক্যের সাথে মিল করে ঠিক শব্দের নিচে দাগ দিই
ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
ক) যুদ্ধের সময় সমগ্র বাংলাদেশের মানুষ
হয়ে উঠেছিল।
খ) আজ প্রায় বিশ বছর ধরে আনিস সাহেব
।
গ)
ছাড়া দেশ চালানো মুশকিল।
ঘ) সৎলোকের ধনসম্পত্তির উপরে
থাকে না।
ঙ) পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর
করে।
নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করিঃ
শব্দ |
শব্দার্থ |
| সংঘর্ষ | পরস্পর ঠোকাঠুকি, ধাক্কা |
| বিরাট | বিশাল, প্রকাণ্ড |
| রক্তক্ষয়ী | বহু ব্যাক্তি হতাহত হয় এমন ঘটনা |
| প্রত্যাবর্তন | ফিরে আসা |
| স্বৈরাচারী | উচ্ছৃঙ্খল |
ক।
যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ।
খ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের
হয়েছে।
গ। দীর্ঘ দুই বছর পর বাবা আমেরিকা থেকে দেশে
করেন।
ঘ। মওলানা ভাসানী এক
প্রতিবাদী সমাবেশের আয়োজন করেন।
ঙ। পাকিস্তানি সরকার জনগণের সাথে
আচরণ করেছিল।
ঠিক উত্তরটিতে টিক (✓) চিহ্ন দিই।
ক। মওলানা ভাসানী চিরকাল কেমন মানুষের পাশে দাঁড়িয়েছেন?
নির্যাতিত
অবহেলিত
সুখী
বড়লোক
খ। মওলানা ভাসানী কোন পীর সাহেবের স্নেহদৃষ্টি লাভ করেন?
ইরাকের
বাংলাদেশের
ভারতের
পাকিস্তানের
গ। তাঁকে কাগমারি কেন ছাড়তে হয়?
গ্রামের মানুষের কারণে
জমিদারদের কারণে
ব্যবসায়ীদের কারণে
রাজনৈতিক কারণে
ঘ। মওলানা ভাসানী তাঁর এক ভাষণে কী বলেছেন?
আমি খেটে-খাওয়া মানুষের কথা বলি
আমি আরামপ্রিয় মানুষের কথা বলি
আমি সুখী মানুষের কথা বলি
আমি ভালো মানুষের কথা বলি
ঙ। মওলানা ভাসানী শেরে বাংলা এ. কে. ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে গঠন করেন-
যুক্তফ্রন্ট
যুক্তদল
যুবদল
যুবফ্রন্ট
চ। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টাপরিষদের কী ছিলেন?
সদস্য
প্রেসিডেন্ট
সহকারী
কেউ নন
ছ। তিনি কোন নেতার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হন?
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
শেরে বাংলা ফজলুল হক
শেখ মুজিবুর রহমান
বাক্যের সাথে মিল করে ঠিক শব্দের নিচে দাগ দিই।
ক। মজলুম মানুষের সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা বলেছেন- মওলানা ভাসানী / শেরে বাংলা / শহীদ সোহরাওয়ার্দী
খ। মওলানা ভাসানী কারারুদ্ধ হওয়ার পর মুক্তি পান- তেরো / পনেরো / সতেরো মাস পরে
গ। তাঁকে ভাসানী নাম দেয়- ভাসানচরের / কাগমারীর / ঢাকার সমাবেশের পর
ঘ। মওলানা ভাসানীর টাঙ্গাইলের ঘরবাড়ি পাকিস্তানি সৈন্যরা- পুড়িয়ে দেয় / পাহারা দেয় / তাদের দখলে নিয়ে নেয়।








