আমার বাংলা বই

story telling বাক্য রচনা

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। বাক্য তৈরি করে লিখি।

মজলুম

বাক্য দেখি

আমরা মজলুম মানুষের পাশে দাঁড়াব।

কারারুদ্ধ

বাক্য দেখি

পাঁচ বছর ধরে আনিস কারারুদ্ধ হয়ে আছে।

প্রতিবাদ

বাক্য দেখি

অন্যায়ের প্রতিবাদ করা উচিৎ।

অনাড়ম্বর

বাক্য দেখি

তিনি অনাড়ম্বর জীবন যাপন করেন।

মোহ

বাক্য দেখি

সম্পত্তির মোহ মানুষের চরিত্র নষ্ট করতে পারে।

আত্মসমর্পণ

বাক্য দেখি

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে।

নিপীড়িত

বাক্য দেখি

নিপীড়িত মানুষের জন্য আমার মন কাঁদে।

নির্বাচন

বাক্য দেখি

আসন্ন জাতীয় নির্বাচনে সবাই মিলে আমরা ভোট দিতে যাবো।

আহ্বান

বাক্য দেখি

ভালো কাজে একে অপরকে আহ্বান করাই মানুষের ধর্ম।

বঞ্চনা

বাক্য দেখি

ছেলের কুকর্মের জন্য করিম সাহেবকে অনেক বঞ্চনা সহ্য করেতে হয়েছে।