- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - এই দেশ এই মানুষ
- পাঠ ২ - সংকল্প
- পাঠ ৩ - সুন্দরবনের প্রাণি
- পাঠ ৪ - হাতি আর শিয়ালের গল্প
- পাঠ ৫ - ফুটবল খেলোয়াড়
- পাঠ ৬ - বীরের রক্তে স্বাধীন এ দেশ
- পাঠ ৭ - ফেব্রুয়ারির গান
- পাঠ ৮ - শখের মৃৎশিল্প
- পাঠ ৯ - শব্দদূষণ
- পাঠ ১০ - স্মরণীয় যাঁরা চিরদিন
- পাঠ ১১ - স্বদেশ
- পাঠ ১২ - কাঞ্চনমালা আর কাঁকনমালা
- পাঠ ১৩ - অবাক জলপান
- পাঠ ১৪ - ঘাসফুল
- পাঠ ১৫ - মাটির নিচে যে শহর
- পাঠ ১৬ - শিক্ষাগুরুর মর্যাদা
- পাঠ ১৭ - ভাবুক ছেলেটি
- পাঠ ১৮ - দুই তীরে
- পাঠ ১৯ - বিদায় হজ
- পাঠ ২০ - দেখে এলাম নায়াগ্রা
- পাঠ ২১ - রৌদ্র লেখে জল
- পাঠ ২২ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- পাঠ ২৩ - শহীদ তিতুমীর
- পাঠ ২৪ - অপেক্ষা
- Home
- Elements
আমার বাংলা বই
প্রশ্ন উত্তর
নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি।
১। মজলুম জননেতা কে ছিলেন? কেন তাকে মজলুম জননেতা বলা হয়?
২। মওলানা ভাসানী কোথায় পড়াশোনা করেন?
৩। কেন তাকে কাগমারি ছাড়তে হয়েছিল?
৪। কীভাবে তার নাম মওলানা ভাসানী হলো?
৫। পল্টন ময়দানের ভাষণে তিনি যা বলেছিলেন তার বিষয়বস্তু কী?
১। পাকিস্তান সরকারের অত্যাচার ও নিপীড়ন।
২। পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার প্রত্যাশা।
৬। শিক্ষার ক্ষেত্রে মওলানা ভাসানী কী অবদান রেখেছেন?
৭। মওলানা ভাসানীর জীবন থেকে তুমি কী শিখতে পেরেছ?
৮। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন?
৯। কেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়?
১০। মওলানা আবদুল হামিদ খান ভাসানী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে তুলেছিলেন কেন?
অল্প কথায় উত্তর দেই।
১। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর পরিচয় লিখ।
২। তিনি কার আদর্শে অনুপ্রাণিত হন?
৩। যুক্তফ্রন্ট গঠন করেন কে?
৪। ‘কাগমারি সম্মেলন’ নামকরণ হয়েছে কেন?
৫। মওলানা আবদুল হামিদ খান ভাসানী কত বছর বয়সে মৃত্যু বরণ করেন?








