- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - এই দেশ এই মানুষ
- পাঠ ২ - সংকল্প
- পাঠ ৩ - সুন্দরবনের প্রাণি
- পাঠ ৪ - হাতি আর শিয়ালের গল্প
- পাঠ ৫ - ফুটবল খেলোয়াড়
- পাঠ ৬ - বীরের রক্তে স্বাধীন এ দেশ
- পাঠ ৭ - ফেব্রুয়ারির গান
- পাঠ ৮ - শখের মৃৎশিল্প
- পাঠ ৯ - শব্দদূষণ
- পাঠ ১০ - স্মরণীয় যাঁরা চিরদিন
- পাঠ ১১ - স্বদেশ
- পাঠ ১২ - কাঞ্চনমালা আর কাঁকনমালা
- পাঠ ১৩ - অবাক জলপান
- পাঠ ১৪ - ঘাসফুল
- পাঠ ১৫ - মাটির নিচে যে শহর
- পাঠ ১৬ - শিক্ষাগুরুর মর্যাদা
- পাঠ ১৭ - ভাবুক ছেলেটি
- পাঠ ১৮ - দুই তীরে
- পাঠ ১৯ - বিদায় হজ
- পাঠ ২০ - দেখে এলাম নায়াগ্রা
- পাঠ ২১ - রৌদ্র লেখে জল
- পাঠ ২২ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- পাঠ ২৩ - শহীদ তিতুমীর
- পাঠ ২৪ - অপেক্ষা
- Home
- Elements
আমার বাংলা বই
ব্যাকরণ
এক কথায় প্রকাশ
স্নেহের দৃষ্টি
উত্তর দেখি
স্নেহদৃষ্টি
সহায়তা বা সাহায্য না করা
উত্তর দেখি
অসহযোগ
নিজ দেশের স্বার্থই নিজের স্বার্থ এই উপলব্ধি
উত্তর দেখি
দেশাত্মবোধ
পদের সম্মান
উত্তর দেখি
পদমর্যাদা
ভিন্ন দেশে যে বাস করে
উত্তর দেখি
প্রবাসী
সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার
উত্তর দেখি
আত্মসমর্পণ
অহংকার নেই যার
উত্তর দেখি
নিরহংকার
প্রতিবাদ করেন যিনি
উত্তর দেখি
প্রতিবাদী
সমার্থক শব্দ
জুলুম - অত্যাচার
শৈশব - শিশুকাল
আন্দোলন - সংগ্রাম
কৃষক - কৃষাণ
সংগ্রাম - যুদ্ধ
প্রাঙ্গণ - চত্বর
বিষ - গরল
বঞ্চনা - প্রতারণা
চলিত রূপ
১। মওলানা ভাসানীকে কাগমারি ছাড়িতে হয়।
মওলানা ভাসানীকে কাগমারি ছাড়তে হয়।
২। পাকিস্তানি সরকারের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে একটি প্রবল গণআন্দোলন গড়িয়া তোলেন।
পাকিস্তানি সরকারের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে একটি প্রবল গণআন্দোলন গড়ে তোলেন।
৩। তিনি অসহযোগ আন্দোলনে নিজেকে যুক্ত করিয়াছিলেন।
তিনি অসহযোগ আন্দোলনে নিজেকে যুক্ত করেছিলেন।
৪। সারাজীবন তিনি খেটে-খাওয়া মানুষের কথা বলিয়াছেন।
সারাজীবন তিনি খেটে-খাওয়া মানুষের কথা বলেছেন।
৫। আমরা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে ভুলিব না।
আমরা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে ভুলব না।








