আমার বাংলা বই

ব্যাকরণ

এক কথায় প্রকাশ

স্নেহের দৃষ্টি

উত্তর দেখি

স্নেহদৃষ্টি

সহায়তা বা সাহায্য না করা

উত্তর দেখি

অসহযোগ

নিজ দেশের স্বার্থই নিজের স্বার্থ এই উপলব্ধি

উত্তর দেখি

দেশাত্মবোধ

পদের সম্মান

উত্তর দেখি

পদমর্যাদা

ভিন্ন দেশে যে বাস করে

উত্তর দেখি

প্রবাসী

সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার

উত্তর দেখি

আত্মসমর্পণ

অহংকার নেই যার

উত্তর দেখি

নিরহংকার

প্রতিবাদ করেন যিনি

উত্তর দেখি

প্রতিবাদী

সমার্থক শব্দ

জুলুম - অত্যাচার
শৈশব - শিশুকাল
আন্দোলন - সংগ্রাম
কৃষক - কৃষাণ
সংগ্রাম - যুদ্ধ
প্রাঙ্গণ - চত্বর
বিষ - গরল
বঞ্চনা - প্রতারণা

চলিত রূপ

১।  মওলানা ভাসানীকে কাগমারি ছাড়িতে হয়।

মওলানা ভাসানীকে কাগমারি ছাড়তে হয়।

২।  পাকিস্তানি সরকারের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে একটি প্রবল গণআন্দোলন গড়িয়া তোলেন।

পাকিস্তানি সরকারের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে একটি প্রবল গণআন্দোলন গড়ে তোলেন।

৩।  তিনি অসহযোগ আন্দোলনে নিজেকে যুক্ত করিয়াছিলেন।

তিনি অসহযোগ আন্দোলনে নিজেকে যুক্ত করেছিলেন।

৪।  সারাজীবন তিনি খেটে-খাওয়া মানুষের কথা বলিয়াছেন।

সারাজীবন তিনি খেটে-খাওয়া মানুষের কথা বলেছেন।

৫।  আমরা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে ভুলিব না।

আমরা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে ভুলব না।