আমার বাংলা বই

activities বিপরীত শব্দ

বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি।

শান্ত সসীম দুর্নাম পরাজয় মরণ
ক) দুরন্ত

বাক্য দেখি

শান্ত ছেলেটি শুধু পড়তে ভালাবোসে।

খ) অসীম

বাক্য দেখি

অসীম অভাব পূরণের উপকরণ সসীম।

গ) সুনাম

বাক্য দেখি

নিজ স্বার্থে কারো দুর্নাম করা ভালো নয়।

ঘ) জয়

বাক্য দেখি

১৯৭১ সালে বীর বাঙালি পরাজয় মেনে নেয়নি।

ঙ) জীবন

বাক্য দেখি

মানুষ মাত্রই মরণশীল।