আমার বাংলা বই

পড়ি ও লিখি

ব্যাখ্যা করি।

দেশের এ বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের জন্য গর্বিত আমরা।

আলোচ্য অংশটুকু ‘ৰীরের রক্তে স্বাধীন এ দেশ' রচনা থেকে নেওয়া হয়েছে।
বীরশ্রেষ্ঠ মুক্তিযােদ্ধাদের মহান আত্মত্যাগের ফলেই স্বাধীন বাংলার জন্ম যার জন্য আমরা চিরগর্বিত- এই অর্থে উক্তিটি করা হয়েছে।
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। এই অর্জন খুব সহজে হয়নি। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশে বীর মুক্তিযােদ্ধাদের আত্মদানের ফলেই এদেশ স্বাধীন হয়েছে। বীরশ্রেষ্ঠ মুক্তিযােদ্ধারা নিজের জীবনকে বিপন্ন করে দেশের জন্য প্রাণপণে লড়েছেন। তাঁদের এ অবদান বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য সত্যিই গর্বের!
বীরশ্রেষ্ঠ মুক্তিযােদ্ধাদের আত্মদানে বাঙালি জাতি চিরগর্বিত।

আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখ বাচক শব্দ লিখি।

শহিদ দিবস

উত্তর দেখি

২১ ফেব্রুয়ারি

শহিদ বুদ্ধিজীবী দিবস

উত্তর দেখি

১৪ ডিসেম্বর

স্বাধীনতা দিবস

উত্তর দেখি

২৬ মার্চ

বিজয় দিবস

উত্তর দেখি

১৬ ডিসেম্বর

বাংলা নববর্ষ

উত্তর দেখি

১৪ এপ্রিল