- জাতীয় পতাকা
- জাতীয় সংগীত
- সূচিপত্র
- পাঠ ১ - এই দেশ এই মানুষ
- পাঠ ২ - সংকল্প
- পাঠ ৩ - সুন্দরবনের প্রাণি
- পাঠ ৪ - হাতি আর শিয়ালের গল্প
- পাঠ ৫ - ফুটবল খেলোয়াড়
- পাঠ ৬ - বীরের রক্তে স্বাধীন এ দেশ
- পাঠ ৭ - ফেব্রুয়ারির গান
- পাঠ ৮ - শখের মৃৎশিল্প
- পাঠ ৯ - শব্দদূষণ
- পাঠ ১০ - স্মরণীয় যাঁরা চিরদিন
- পাঠ ১১ - স্বদেশ
- পাঠ ১২ - কাঞ্চনমালা আর কাঁকনমালা
- পাঠ ১৩ - অবাক জলপান
- পাঠ ১৪ - ঘাসফুল
- পাঠ ১৫ - মাটির নিচে যে শহর
- পাঠ ১৬ - শিক্ষাগুরুর মর্যাদা
- পাঠ ১৭ - ভাবুক ছেলেটি
- পাঠ ১৮ - দুই তীরে
- পাঠ ১৯ - বিদায় হজ
- পাঠ ২০ - দেখে এলাম নায়াগ্রা
- পাঠ ২১ - রৌদ্র লেখে জল
- পাঠ ২২ - মওলানা আবদুল হামিদ খান ভাসানী
- পাঠ ২৩ - শহীদ তিতুমীর
- পাঠ ২৪ - অপেক্ষা
- Home
- Elements
আমার বাংলা বই
ব্যাকরণ
এক কথায় প্রকাশ
ন্যায় যুদ্ধে যিনি মারা যান
উত্তর দেখি
শহিদ
যিনি নেতৃত্ব দেন
উত্তর দেখি
নেতা
যার সীমা নেই
উত্তর দেখি
অসীম
স্মৃতি রক্ষার্থে যে স্তম্ভ
উত্তর দেখি
স্মৃতিস্তম্ভ
সেনাদের নিয়ে গঠিত বাহিনী
উত্তর দেখি
সেনাবাহিনী
সাহস আছে যার
উত্তর দেখি
সাহসী
মুক্তির জন্য যিনি যুদ্ধ করেন
উত্তর দেখি
মুক্তিযোদ্ধা
বীরদের মধ্যে যিনি শ্রেষ্ঠ
উত্তর দেখি
বীরশ্রেষ্ঠ
বিরাম চিহ্ন দাও।
হালকা একটা মেশিনগান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানদের সাতটি স্পিডবোটই ডুবে গেল বাকি লঞ্চ দুটি থেকে গুলি ছুড়তে ছুড়তে তারা পিছু হটতে থাকল এরকম মুহূর্তেই হঠাৎ একটা গোলা এসে পড়ল তাঁর উপর তিনি শহিদ হলেন
হালকা একটা মেশিনগান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন, নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানদের সাতটি স্পিডবোটই ডুবে গেল। বাকি লঞ্চ দুটি থেকে গুলি ছুড়তে ছুড়তে তারা পিছু হটতে থাকল। এরকম মুহূর্তেই হঠাৎ একটা গোলা এসে পড়ল তাঁর উপর, তিনি শহিদ হলেন।
সমার্থক শব্দ
দুরন্ত - চঞ্চল, অস্থির
স্বাধীন - মুক্ত, খালাস
মৃত্যু - মরণ, চিরনিদ্রা
সমাধি - কবর, সলিল
গৌরব - গর্ব, মর্যাদা
তুচ্ছ - হেয়, নিন্দা
মাটি - মৃত্তিকা, ভূমি
সুনাম - প্রশংসা, গুণগান








