আমার বাংলা বই

ব্যাকরণ

এক কথায় প্রকাশ

ন্যায় যুদ্ধে যিনি মারা যান

উত্তর দেখি

শহিদ

যিনি নেতৃত্ব দেন

উত্তর দেখি

নেতা

যার সীমা নেই

উত্তর দেখি

অসীম

স্মৃতি রক্ষার্থে যে স্তম্ভ

উত্তর দেখি

স্মৃতিস্তম্ভ

সেনাদের নিয়ে গঠিত বাহিনী

উত্তর দেখি

সেনাবাহিনী

সাহস আছে যার

উত্তর দেখি

সাহসী

মুক্তির জন্য যিনি যুদ্ধ করেন

উত্তর দেখি

মুক্তিযোদ্ধা

বীরদের মধ্যে যিনি শ্রেষ্ঠ

উত্তর দেখি

বীরশ্রেষ্ঠ

বিরাম চিহ্ন দাও।

হালকা একটা মেশিনগান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানদের সাতটি স্পিডবোটই ডুবে গেল বাকি লঞ্চ দুটি থেকে গুলি ছুড়তে ছুড়তে তারা পিছু হটতে থাকল এরকম মুহূর্তেই হঠাৎ একটা গোলা এসে পড়ল তাঁর উপর তিনি শহিদ হলেন

হালকা একটা মেশিনগান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন, নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানদের সাতটি স্পিডবোটই ডুবে গেল। বাকি লঞ্চ দুটি থেকে গুলি ছুড়তে ছুড়তে তারা পিছু হটতে থাকল। এরকম মুহূর্তেই হঠাৎ একটা গোলা এসে পড়ল তাঁর উপর, তিনি শহিদ হলেন।

সমার্থক শব্দ

দুরন্ত - চঞ্চল, অস্থির
স্বাধীন - মুক্ত, খালাস
মৃত্যু - মরণ, চিরনিদ্রা
সমাধি - কবর, সলিল
গৌরব - গর্ব, মর্যাদা
তুচ্ছ - হেয়, নিন্দা
মাটি - মৃত্তিকা, ভূমি
সুনাম - প্রশংসা, গুণগান