আমার বাংলা বই

activities এসো নিজে করি

ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।

শখ নকশা মৃৎশিল্প টেপা পুতুল বিশেষত্ব নিয়ম-রীতির

ক) এই যে

দেখছ, এসবই গ্রামের শিল্পীদের তৈরি।

খ) মাটির পুতুল জমানাে আমার একটি

গ) মাটির তৈরি শিল্পকর্মকে

বলে।

ঘ) আমরা মেলা থেকে অনেক

কিনলাম।

ঙ) সমাজের

প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকা উচিৎ।

চ) মসলিনের

কেউ অস্বীকার করে না।

ঠিক উত্তরটিতে টিক (✓) চিহ্ন দিই।

ক। আনন্দপুরে কখন মেলা বসে?

ষোলই ডিসেম্বর

পহেলা বৈশাখ

একুশে ফেব্রুয়ারি

পহেলা ফালগুন

খ। মামা কোথায় পড়েন?

ঢাকা কলেজে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

ঢাকার চারুকলা ইনস্টিটিউটে

চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটে

গ। মৃৎশিল্পের সবচেয়ে প্রাচীন উপাদান হচ্ছে -

বাশ

কাঠ

পানি

মাটি

ঘ। আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে -

চারুশিল্প

মৃৎশিল্প

কারুশিল্প

দারুশিল্প

ঙ। কুমার সম্প্রদায় কিসের কাজ করে

বাঁশের কাজ

কাঠের কাজ

পাকা বাড়ির কাজ

মাটির কাজ

চ। গ্রামের শিল্পীরা রং তৈরি করেন

আম ও লাউ পাতা থেকে

শিম ও কাঁঠাল গাছের বাকল থেকে

সরিষা ফুল থেকে

পান ও চুন থেকে

ছ। পোড়া মাটির ফলকের অন্য নাম

টেপা পুতুল

টেরাকোটা

শখের হাঁড়ি

মৃৎশিল্প

কর্ম-অনুশীলন।

আমার দেখা কুমারপাড়ার সংক্ষিপ্ত বর্ণনা দিই।
অথবা
আমার দেখা কোনো হস্তশিল্প বা হাতের কাজ সম্পর্কে লিখি।